শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

লালমনিরহাটে জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আবু বক্কর সিদ্দিক

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০
লালমনিরহাটে জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আবু বক্কর সিদ্দিক

লালমনিহাট জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল। মঙ্গলবার উপ-নির্বাচনে জেলার ৪ প্রার্থীকে পরাজিত করে ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

আবু বক্কর সিদ্দিক উপজেলার গুড্ডিমারী ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আতিয়ার রহমানের ছেলে। তিনি হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

তিনি বর্তমানে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ এবং লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক ও হাতীবান্ধা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, 'আমার প্রতি বিশ্বাস ও আস্থা রেখে পরপর দুইবার গুড্ডিমারী ইউনিয়নবাসী চেয়ারম্যান হওয়ার সুযোগ দিয়েছেন। লালমনিরহাট জেলাবাসীর ভাগ্যোন্নয়ন ও জনপ্রতিনিধিদের স্বার্থ রক্ষায় জেলা পরিষদ উপনির্বাচনে আমাকে নির্বাচিত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি সবাইকে সঙ্গে নিয়ে পরিকল্পিত লালমনিরহাট গড়ে তুলব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে