বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

শান্তিগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুলিশের আর্থিক সহায়তা

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০
শান্তিগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুলিশের আর্থিক সহায়তা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ও পশ্চিম পাগলা ইউনিয়নে ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে আর্থিক সহায়তায় প্রদান করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ।

বুধবার উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর ও কামরূপদলং, পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর ও নবীনগর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ দুই হাজার টাকা করে বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি।

বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার রাজন দাস, এএসপি (ছাতক সার্কেল) রঞ্জন কুমার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইজুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে