শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

লাখাইয়ে ভোক্তা ঠকছে মোড়কে, কেজিতে ২৫০ গ্রাম কম

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০
লাখাইয়ে ভোক্তা ঠকছে মোড়কে, কেজিতে ২৫০ গ্রাম কম

হবিগঞ্জের লাখাই উপজেলার হাটবাজারে বিভিন্ন মিষ্টিজাত দ্রব্য ক্রয় করলে মোড়কের ওজনে ঠকেন ভোক্তা। অর্থাৎ বাজারের মিষ্টির দোকানগুলোতে এক কেজি মিষ্টির প্যাকেটের ওজনই ২৫০ গ্রাম, ফলে একজন ক্রেতা মিষ্টি কেনার আগেই ঠকেছেন কেজিতে ৪ ভাগের একভাগ।

বুধবার দুপুরে উপজেলার স্থানীয় বুলস্নাবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা পরিচালিত অভিযান পরিচালনাকালে বিষয়টি নজরে আসে।

এ সময় পারিন্দ্র মিষ্টি দোকানে রক্ষিত অতিরিক্ত ওজনের মিষ্টির কার্টুন ও ভাই ভাই স্টোরের মেয়াদ উর্ত্তীণ খাদ্য সামগ্রী জনসম্মুখে বিনষ্ট করা হয়।

এছাড়াও অভিযানকালে হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী বিপণনের দায়ে সোনারতরী হোটেল মালিককে চার হাজার, গাজী চাউলের দোকানে ডিজিটাল পরিমাপক না থাকায় দুই হাজার টাকা, মেয়াদোর্ত্তীন খাদ্য সামগ্রী রাখায় ভাই ভাই স্টোরকে আট হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ ও অতিরিক্ত ওজনের কার্টুন রাখার দায়ে পরিন্দ্র মিষ্টির দোকানকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা কালে সহায়তা করেন হবিগঞ্জ ব্যটালিয়নের নায়েক আলাউদ্দীনের নেতৃত্ব একটি টিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে