মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৯ তরুণ-তরুণী

গোপালগঞ্জ প্রতিনিধি
  ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০

গোপালগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মেধার যোগ্যতায় মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ২৯ জন তরুণ-তরুণী। সব পরীক্ষা শেষে বৃহস্পতিবার পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিকভাবে শারীরিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ২৯ জনের ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার আল-বেলী আফিফা। পরে উত্তীর্ণ ২৯ জনকে ফুল দিয়ে বরণ করে নেন তিনি। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের পাঁচটি উপজেলা থেকে ২৯টি কনস্টেবল পদের বিপরীতে ১ হাজার ৩০৪ জন তরুণ-তরুণী ১২০ টাকা আবেদন ফি জমা দিয়ে নিবন্ধন করেন। লিখিত পরীক্ষায় ২৬৪ জন উত্তীর্ণ হলেও নকল কারার দায়ে ২ জনকে বহিষ্কার করা হয়। সেখান থেকে ৫৫ জন মৌখিক ও শারীরিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। মৌখিক ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে ২৯ জন পুলিশে চাকরির সুযোগ পান।

পুলিশ সুপার আল-বেলী আফিফা বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে ২৯ জন মাত্র ১২০ টাকায় এ চাকরি পেলেন। তারা তাদের মেধা ও শ্রম দিয়ে সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবেন বলে আশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে