সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০
মৌলভীবাজারে আন্তর্জাতিক শব্দ সচেতনা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুল হক -যাযাদি

শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় মৌলভীবাজারে আন্তর্জাতিক শব্দ সচেতনা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলকর্ যালি আদালত সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল হক। জেলা শিশু-বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বকশি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।

স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, 'সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন' এ প্রতিপাদ্যে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শব্দ সচেতনা দিবস পালিত হয়েছে। বুধবার বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

এরপর শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসকের কার্যালের সামনে থেকে জেলা শহরে শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদারের সভাপতিত্বে ও সহকারী পরিচালক তানজির তারেকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল নাঈম, নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে