ইচ্ছাশক্তির জোরে ৪০ বছর বয়সে এসে এসএসসি পাস করেছেন সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর গ্রামের আব্দুর রহিম খাঁর ছেলে মিজানুর রহমান খাঁ (৩৯) ও তালা মহালস্নাপাড়া গ্রামের কাজী আবুল কাসেমের ছেলে কাজী ইমরান হোসেন লিয়াকাত (৪০)। তাদের মধ্যে মিজানুর রহমান ব্যবসায়ী ও কাজী ইমরামন হোসেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।
এবারের এসএসসি পরীক্ষায় তারা উভয়ই তালা উপজেলার খালিশখালী প্রিন্সিপাল আক্তারুজ্জামান সায়েন্স এগ্রিকালচার, টেকনিক্যাল অ্যান্ড কমার্স কলেজ থেকে জিপিএ-৪.৬৮ ও ৪.৮৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল হাতে পাওয়ার পর মিজানুর রহমান খাঁ বলেন, 'আমি এই বয়সে অদম্য ইচ্ছাশক্তি কারণে এসএসসি পাস করায় অমার আব্বা-মা সবচেয়ে বেশি খুশি হয়েছেন। ছোট বেলা থেকে তাদের ইচ্ছে ছিল আমি পড়াশোনা করে চাকরি করব। কিন্তু ভাগ্য অনুকূলে না থাকায় সেটা আর হয়নি।
প্রিন্সিপাল আক্তারুজ্জামান সায়েন্স এগ্রিকালচার টেকনিক্যাল অ্যান্ড কমার্স কলেজের অধ্যাক্ষ আসাদুজ্জামান বলেন, 'তারা উভয়ই বাংলাদেশ করিগরি শিক্ষা বোর্ডের অধীন আমাদের প্রতিষ্ঠানের এসএসসি ভোকেশনাল শাখা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কমনা করি।'