মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বীরগঞ্জে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  ২৯ মে ২০২৪, ০০:০০
বীরগঞ্জে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত

সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে দাতা সংস্থা নেটজ বাংলাদেশ'র সহযোগিতায় মানবকল্যাণ পরিষদের আয়োজনে ওই মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হুসাইন বিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার, বীরগঞ্জ থানা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি শীতল মার্ডি, মানবকল্যাণ পরিষদ পরিচালক রবিউল ইসলাম প্রমুখ।

মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে বাঙালি আদিবাসী ও অন্য সব জাতিসত্তার জীবনধারা মৌলিক অধিকার মানবাধিকার ও তাদের ভাষা ও তাদের সংস্কৃতি সম্পর্কে সবাইকে সচেতন করে তোলা হয়। যার মাধ্যমে সবার মধ্যে গড়ে ওঠে সম্প্রীতি ও সৌহার্দ।

সংস্কৃতির বিভিন্ন অনুসর্গ নিয়ে আয়োজিত মেলায় ছিল নাটক প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী আয়োজনগুলো উপভোগ করেন। মেলা শেষে আদিবাসী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে