বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় নিরাপত্তাকর্মীকে মারধর

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  ২৪ জুন ২০২৪, ০০:০০
শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় নিরাপত্তাকর্মীকে মারধর

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজিয়া মাঝপাড়া গ্রামের নিরাপত্তাকর্মী মনোয়ার হোসেনকে (৫০) তুচ্ছ ঘটনায় মারপিটের অভিযোগ উঠেছে। রোববার এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আনোয়ার হোসেনের জমির ফসল মনোয়ারের ছাগলে খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে আনোয়ার হোসেন হাসান, শামিমসহ ৮-১০ জন গভীর রাতে মনোয়ার হোসেনকে মারপিট করে। এ সময় তার স্ত্রী এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়।

1

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) জিলস্নুর রহমান জানান, 'অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে