বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

রায়পুরায় সাবেক ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  ২৪ জুন ২০২৪, ০০:০০
রায়পুরায় সাবেক ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে পলাশতলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল বাছেদ ভূইয়াসহ তার লোকদের ওপর অতর্কিত হামলা, গুলি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোষীদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

হামলার ঘটনায় অভিযোগ উঠেছে আবিদ হাসান রুবেল ও তার সমর্থকদের বিরুদ্ধে। রোববার উপজেলার মেথিকান্দা গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সাবেক বিআরডিবি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ ভূইয়া।

1

সংবাদ সম্মেলনে হারুনুর রশিদ ভূইয়া বলেন, 'সুমন হত্যার প্রতিবাদ করার জেরে একাধিক মামলার পলাতক আসামি আবিদ হাসান রুবেল ও তার সহযোগী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা করে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। হামলাকারী সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় আছেন জানিয়ে দ্রম্নত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন তিনি। এ সময় তার ভাই সাবেক ইউপি মেম্বার আব্দুল বাসেদ ও নূর মোহাম্মদসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে