সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

সড়ক দখল করে অটোরিকশা ও মোটর সাইকেল স্ট্যান্ড চরম ভোগান্তি

তালতলী (বরগুনা) প্রতিনিধি
  ২৭ জুলাই ২০২৪, ০০:০০
সড়ক দখল করে অটোরিকশা ও মোটর সাইকেল স্ট্যান্ড চরম ভোগান্তি

বরগুনার তালতলী উপজেলা সদরের প্রধান সড়কগুলো দখল করে গড়ে উঠেছে অটোরিকশা ও মোটর সাইকেলের স্ট্যান্ড। শহরের ব্যস্ততম সড়কে একপাশে ব্যাটারিচালিত অটোরিকশা এবং অপরপাশে রয়েছে মোটর সাইকেল। এর ফলে যানজটে ভোগান্তিতে পড়ছে জনসাধারণ। প্রতিদিন সড়ক দিয়ে বড় গাড়ি চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা।

জানা যায়, উপজেলার প্রাণকেন্দ্রে মালিপাড়া থেকে বটতলা ও টি অ্যান্ড টি সড়ক নিয়ে তালতলী বাজার। এই তিনটি সড়কের মোড়ই ব্যস্ততম এলাকা। কিন্তু রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে ব্যাটারিচালিত অটোরিকশার সারি, অন্যপাশে রয়েছে মোটর সাইকেলের সারি। প্রধান সড়কের দুইপাশে গাড়ি দাঁড়িয়ে থাকায় সাধারণ মানুষের চলাচলের জায়গা খুবই কম। এতে প্রতিদিন যাত্রী ও গাড়ি চালকদের মধ্যে কথাকাটাকাটি হয়। ফলে এ সড়কগুলোর সামনে প্রায়সময় ভিড় লেগেই থাকে।

স্থানীয় আল আমিন, জলিল ও মিজানুর রহমান বলেন, 'আমরা বাজার করাসহ বিভিন্ন কাজে এলে আমাদের বিরক্তের শেষ থাকে না। প্রধান সড়ক দখল করে তারা অটোরিকশা ও মোটর সাইকেল স্ট্যান্ড বানিয়েছে। গাড়ি ঠিকমতো আসা-যাওয়া করতে পারে না। যানজট এখানকার নিত্যসঙ্গী।'

অটোরিকশার যাত্রী মাহমুদুল হাসান বলেন, 'আমি লাউপাড়া থেকে প্রায়ই তালতলী বাজারে আসি। কিন্তু বাজারে আসলে চৌরাস্তা নামক স্থান ও টি অ্যান্ড টি রোডে প্রায়ই জ্যাম লেগে থাকে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা দেখেও দেখছেন না।'

এ বিষয়ে ট্রাকচালক আশরাফুল ইসলাম বলেন, 'তালতলী বাজারের রাস্তা অটোরিকশার চালকদের দখলের কারণে আমাদের ট্রাক চলাচলের জায়গা একেবারে নেই বললেই চলে। সবসময় রাস্তার ওপর রাখা হয় অটোরিকশা। বড় কোনো গাড়ি এ রাস্তা দিয়ে প্রবেশ করতে পারে না।'

রাস্তা দখল করে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা চালক শহিদুল ও ইমরান বলেন, 'আমরা কোথায় যাব। দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই এখানে। বাধ্য হয়ে কখনো রাস্তার পাশে, কখনো রাস্তার ওপরই গাড়ি দাঁড় করিয়ে রাখতে হয়।' মোটর সাইকেল চালক শাহিন ও হুমায়ন বলেন, আমাদের জন্য নির্ধারিত কোনো স্থান নেই। তাই সড়ক দখল করে আমাদের মোটর সাইকেল রাখতে হয়। আমাদের অন্য কোন জায়গা দিলে সেখানে চলে যাব।'

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, একাধিকবার মোটর সাইকেল ও অটোরিকশার চালকদের বলা হচ্ছে যাতে সড়কে তাদের গাড়িগুলো না রাখে। কিন্তু সেটা মানছে না এ জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে একটি মিটিং করে এসব স্ট্যান্ড নির্ধারণ করে দেওয়া হবে। এরপরে যদি কেউ সড়কে গাড়ি রাখে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে