বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৭ জুলাই ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সংবর্ধনা প্রদান

ম আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে হাজী ও ইমাম সমাবেশ ও হাজীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে বড়দল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো. মাসুদ বিলস্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবিএম মোস্তাকিম। স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। হাফেজ মহিবুলস্নাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ মুনছুর আহমেদ, আলহাজ আজিজুর রহমান, হাফেজ মাওলানা নওশাদ সালাম, আলহাজ মাওলানা হাবিবুর রহমান, আলহাজ মাওলানা ইলিয়াছ হোসেন, মাওলানা আরিফুল ইসলাম।

ফুটবল টুনার্মেন্ট

ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামনহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল টুনার্মেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বামনহাটা ছাত্র সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল খেলায় চূড়ান্ত পর্বে পৌর সভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের অনূর্ধ্ব ১৬ দল অংশগ্রহণ করে। ৫নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার আমিনুল ইসলামের সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বামনহাটা গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যাপক আব্দুছ ছালাম খান। বিশেষ অতিথি ছিলেন যায়যায়দিন প্রতিনিধি অধ্যাপক আখতার হোসেন খান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খন্দকার মোস্তফা কামাল, বিশিষ্ট সমাজসেবক আলহাজ নূরুল ইসলাম, আলহাজ বেলাল হোসেন, কামাল হোসেন খান, গাবসারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি খন্দকার ফরহাদ হোসেন।

যৌথ কর্মিসভা

ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সাম্প্রতিক সময়ে বিএনপি, জামায়াত-শিবিরের সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্থানীয় আ'লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম সরকার তোরণের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমার খান, অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, আব্দুল গনি ভূঁইয়া, শফিউল কাদের নান্নুর, মোজাম্মেল হক, আফসার হোসেন, বাদল হোসেন।

সুতিজাল পুড়িয়ে বিনষ্ট

ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁ পোরশায় পুনর্ভবা নদী থেকে মাছ ধরার ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ রিং ও সুতিজাল আটক করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ইউএনও আরিফ আদনানের দিকনির্দেশনায় বৃহস্পতিবার মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামানের নেতৃত্বে পুনর্ভবা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সুতিজাল গুলো আটক করা হয়। মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান জানান, তারা বৃহস্পতিবার পুনর্ভবা নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ রিং ও সুতিজাল আটকের অভিযান পরিচালনা করেন। এ সময় তারা ১৩০টি জাল আটক করলেও জালের মালিকদের আটক করা সম্ভব হয়নি। পরে নদীর পাড়ে মোবাইল কোর্ট বসিয়ে আটক জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নদীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

খাদ্যসামগ্রী বিতরণ

ম গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিতে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার সম্প্রতি কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে কর্মহীন হয়ে পড়া গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় পাঁচ শতাধিক রিকশাচালক ও অসহায়-দরিদ্রদের মধ্যে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কামরুল আহসান সরকার রাসেল। এ সময় ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ইমরুল কায়েস, গাজীপুর মহানগর যুবলীগের আতিকুর রহমান রাহাত খান, বাসন থানা যুবলীগ নেতা মো. হালিম মন্ডল।

ধান বীজ বিতরণ

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত ২০০ কৃষকের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধান বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক আবু মোহাম্মদ এনায়েত উলস্নাহর সার্বিক প্রচেষ্টায় শুক্রবার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার। উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে