বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

হেলমেট না থাকায় পীরগঞ্জে বাইক আরোহীর জরিমানা পাঁচটি গাছ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  ১৪ আগস্ট ২০২৪, ০০:০০
হেলমেট না থাকায় পীরগঞ্জে বাইক আরোহীর জরিমানা পাঁচটি গাছ

হেলমেট না থাকায় রংপুরের পীরগঞ্জে এক বাইক চালককে পাঁচটি গাছ জরিমানা করেছে যানজট নিরসনে দায়িত্বরত স্বেচ্ছাসেবী রোভার স্কাউটের সদস্যরা। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। পরে জরিমানা হিসেবে ওই বাইকচালক পাঁচটি মেহগনি গাছের চারা কিনে দেন খুশি মনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সারাদেশের মতো রংপুরের পীরগঞ্জেও রোভার স্কাউটের সদস্যরা ৯ আগস্ট থেকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। তারই ধারাবাহিকতায় পীরগঞ্জ পৌর বাজার মোড়ে বিকালে তারা হেলমেট না থাকায় এক বাইকচালকের কাছ থেকে জরিমানা হিসেবে গাছ কিনে দেওয়ার দাবি করে।

1

পরে তিনি পাঁচটি মেহগনি গাছের চারা কিনে দেন। এভাবে গাছের চারা সংগ্রহ করে স্কাউট সদস্যরা বিভিন্ন বিদ্যালয়ে গাছ লাগানোর পরিকল্পনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে