বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

ভালুকার একটি কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ভালুকার একটি কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় অজ্ঞাত রোগে শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছে। কারখানাটিতে হঠাৎ করে এত শ্রমিকের অসুস্থতার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় শ্রমিকদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লে কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকায় এল এস্কোয়্যার লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের মতো কাজে যোগদানের কিছুক্ষণ পর হঠাৎ বমি ও অজ্ঞান হয়ে পড়ে নারীশ্রমিকরা। অসুস্থ শ্রমিকরা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ময়মনসিংহ শিল্প পুলিশ-৫-এর এসপি মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিছুসংখ্যক শ্রমিক অসুস্থ হয়েছে তবে এখনো কোনো শ্রমিকের মৃতু্যর খবর পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. হাসানুল হোসেন জানান, এলস্কোয়্যার নামে কারখানার ৩১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তন্মধ্যে ২৪ জনকে চিকিৎসা শেষে ছেড়ে দিয়ে বাকিদের ভর্তি রাখা হয়েছে এবং তারাও আশঙ্কামুক্ত। অসুস্থরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে