শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

ভাঙ্গুড়ায় বিরোধপূর্ণ পুকুরের মাছ বিক্রির অভিযোগ

পাবনা প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
ভাঙ্গুড়ায় বিরোধপূর্ণ পুকুরের মাছ বিক্রির অভিযোগ

পাবনার ভাঙ্গুড়ায় বিরোধপূর্ণ পুকুরের মাছ ধরে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুর রশীদ ও তার ভাই বিএনপি নেতা শহিদুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী পুকুরের মালিক দাবিদার মো. ইয়াহিয়া ও তার পরিবারের পথে বসার উপক্রম হয়েছে। তাদের দাবি, ১৭ বিঘার ওই পুকুরটিতে অন্তত একশ' মন মাছ ছিল। যার অধিকাংশই ধরে বিক্রি করে দিয়েছেন অভিযুক্ত দুই ভাই।

\হসোমবার ভোররাতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ভাঙ্গুড়া থানা, ইউএনও ও সেনাক্যাম্প বরাবর অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

লিখিত অভিযোগে বলা হয়, ১৭ বিঘার পুকুরটির অধিকাংশ মালিকানা (প্রায় ১০ বিঘা) প্রয়াত আজগার আলীর দুই সন্তান ও মেয়েদের। বাকি ৭ বিঘার মধ্যে সাড়ে চার বিঘা স্থানীয় গ্রামবাসীর এবং সোয়া দুই বিঘার মালিক আব্দুর রশীদ ও তার ভাই খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম। এই দুই বিঘার ক্ষমতাবলেই পুকুর কাটার দেড় বছরের মাথায় পুরোপুকুরটি দখলে নেন দুই ভাই।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে