শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

আখাউড়ায় সম্মেলন ঘিরে দ্বিধা বিভক্ত বিএনপি, বাড়ছে কোন্দল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
আখাউড়ায় সম্মেলন ঘিরে দ্বিধা বিভক্ত বিএনপি, বাড়ছে কোন্দল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। দলের একটি বড় অংশকে সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ না দিয়ে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

দলের ঐক্যের স্বার্থে ঘোষিত সম্মেলন স্থগিত করে সবার অংশগ্রহণে সম্মেলন করার দাবি জানিয়েছেন বাদ পড়া নেতাকর্মীরা। বিভক্ত দুটি অংশ হলো- কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আহ্বায়ক কমিটির একটি অংশ এবং সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত আরেকটি অংশ। দু'জনেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আগামী ৫ অক্টোবর আখাউড়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগ সরকার বিভিন্ন কৌশলে কসবা-আখাউড়া আসনের (ব্রাহ্মণবাড়িয়া-৪) বিএনপির মনোনয়নপ্রাপ্ত তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে। ওই নির্বাচনের পর থেকে কবির আহমেদ ভূঁইয়া আখাউড়া-কসবায় বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামের বাসিন্দা। তিনি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অফিসে কর্মরত আব্দুর রহমান ভূঁইয়া সানির বড় ভাই। ছোট ভাইয়ের প্রভাব খাটিয়ে জেলা কমিটিসহ কসবা-আখাউড়ায় বিএনপিতে হস্তক্ষেপ করেন বলে অভিযোগ আছে।

দলীয় সূত্রে জানা যায়, ২০২১ সালে আখাউড়ায় বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের তৎকালীন কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি করা হয়। ওই কমিটিতে পূর্বের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বহু অভিজ্ঞ, ত্যাগী নেতাকর্মী স্থান পাননি। তখন থেকেই বিএনপিতে বিরোধ শুরু হয়। ওই কমিটি গঠনের জন্য কবির আহমেদ ভূঁইয়াকে দায়ী করেন কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীরা। উপজেলা বিএনপির একটি অংশ কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্ব মেনে নিতে চায়নি। তারা পৃথকভাবে দলীয় কর্মকান্ড করে আসছে। অপরদিকে কবির আহমেদের নেতৃত্বে বর্তমান বিএনপির আহ্বায়ক কমিটি ও অঙ্গ সংগঠনগুলো দলীয় কর্মকান্ড পরিচালনা করছে।

এ বিষয়ে আখাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া বলেন, বিগত ১৫ বছর যারা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চলেছে, দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ করেনি তারা এখন ভিন্ন কথা বলছে। তাদের পদ-পদবিতে রাখার সুযোগ নেই। তিনি আরও বলেন, কবির আহমেদ ভূঁইয়া দুর্দিনে বিএনপির হাল ধরেছেন। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে