মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে হেনস্তার শিকার শিক্ষা কর্মকর্তার বদলি

রাজশাহী অফিস
  ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
রাজশাহীতে হেনস্তার শিকার শিক্ষা কর্মকর্তার বদলি

যুবদল-ছাত্রদল নেতাকর্মীদের হেনস্তার শিকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জীকে বদলি করা হয়েছে। গত মঙ্গলবার রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ হিসেবে তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ৩০ সেপ্টেম্বর মাউশির রাজশাহী কার্যালয় থেকে পরিচালককে বের করে তালা দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে রাতেই রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ওরফে সুইট ও ছাত্রদলের রাজশাহী কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক তোরাব আলী পারভেজকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের কথা জানায় মহানগর বিএনপি।

অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জী বলেন, তার কার্যালয়ে তালা দেওয়ার ঘটনার পর ৩ অক্টোবর রাজশাহী বিভাগীয় কমিশনারের মাধ্যমে তিনি আগের পদে (রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ) ফিরে যাওয়ার আবেদন করেন। এর প্রেক্ষিতে তাকে আগের পদে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। কারও অভিযোগের কারণে তাকে বদলি করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে