মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় 'স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ।' এ উপলক্ষে বৃহস্পতিবারর্ যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃহস্পতিবার উপজেলা পরিষদ কমপেস্নক্সে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উবায়দুর রহমান সাহেল। সভায় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুকিত আল মাহমুদ, উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সারোয়ার জাহান, উপজেলা বন কর্মকর্তা সঞ্জয় হাওলাদার প্রমুখ। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনী করা হয়।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে এ উপলক্ষে একটি বর্ণাঢ্যর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকের্ যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী, মহিলাবিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুদুর জামান।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার সকালে উপজেলা কনফারেন্স হলরুমে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শাহাআলীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা। বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকতা তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সত্য রঞ্জন সাহা, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, গোলাপবাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষ অজেদুল ইসলাম, জনসংখ্যার অফিস সহকারী একেএম আসাদুজ্জামান শাকিল, বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রে উপজেলা সমন্বয়কারী পলাশ কুমার দাস প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে