বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

গৌরীপুরে ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
গৌরীপুরে ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুর ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন -যাযাদি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুলস্নাহ আল আমিন জনির অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন হয়।

1

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ (ভিপি ফারুক), কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্য জালাল আহমেদ, উত্তর জেলা যুবদলের সদস্য এমদাদুল হক মিলন, শ্রমিক দলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত মঞ্জুরুল হক মঞ্জু, খায়রুল ইসলাম, বিএনপি নেতা জাইদুল ইসলাম, এরশাদ আহমেদ, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

বক্তারা বলেন, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার যে লড়াইয়ে ৩ জন শহিদ হয়েছেন, সেখানে জনিও ছিল। সে হত্যা মামলারও আসামি

অপরদিকে চেয়ারম্যানের অপসারণের দাবিতে গত ৮ ডিসেম্বর স্মারকলিপি দিয়েছেন রামগোপালপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মনঞ্জুরুল হক, কালা চান, নবীজুল হক, রফিকুল ইসলাম রোকন, মালা বেগম, নূরুল ইসলাম ফকির, হোসনে আরা বেগম, শাহানাজ পারভীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে