বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

গোপালগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের ডিসি অফিস পরিদর্শন

গোপালগঞ্জ প্রতিনিধি
  ১৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
গোপালগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের ডিসি অফিস পরিদর্শন

গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেছে জেলার ক্ষুদে শিক্ষার্থীরা। তারুণ্যের উৎসব পালনের অংশ হিসেবে এসব শিক্ষার্থীদের জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করানো হয়। বুধবার গোপালগঞ্জ শহরের জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির ২৩ জন ক্ষুদে শিক্ষার্থী জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করে। শিক্ষার্থীরা প্রথমে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের অফিস কক্ষে প্রবেশ করে সৌজন্য সাক্ষাৎ করে।

পরে কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ইদ্রিস আলী সরদার শিক্ষার্থীদের অফিসের মুন্সীখানা, জেনারেল শাখা, রাজস্ব শাখা, ভূমি হুকুম দখল শাখা, শিক্ষা ও আইসিটি শাখা, স্থানীয় সরকার শাখা ঘুরে দেখান এবং এসব শাখার কার্যাবলী সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা দেন।

1

পরে এসব শিক্ষার্থীদের আপ্যায়নের মাধ্যমে বিদায় দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মুন্সী গোলাম মুর্তাজা, সহকারী শিক্ষিকা হামিদা আক্তার, হাসিবুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এই পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের কার্যক্রম পরিচালনা সম্পর্কে একটি সম্মুখ ধারনা লাভ করবে এবং লেখাপড়া শিখে দেশ পরিচালনার অনুপ্রেরণা পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে