বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

চট্টগ্রামে পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণের দাবি ক্যাবের

চট্টগ্রাম বু্যরো
  ১৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রামে পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণের দাবি ক্যাবের

যে কোন জটিলতা পরিহার করে চট্টগ্রামে দ্রম্নত পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণে জরুরি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন কনজু্যমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব। বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটির নেতৃবৃন্দ এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম দেশের ব্যবসা ও বাণিজ্যের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ শহর হলেও পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল না থাকায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকামুখী হতে হয়। চট্টগ্রামে পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণের দাবিতে দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বিগত দেড় দশকেও চট্টগ্রামে একটি বার্ন হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়নি।

1

তারা বলেন, যথাযথ স্থানের অভাব, অর্থ সংকটসহ নানা অজুহাতে এ হাসপাতাল নির্মাণের কাজ বাধাগ্রস্ত হয়েছে। বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে প্রতিনিয়তই অসংখ্য ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে। বাড়ছে জনসংখ্যাও এবং সে সঙ্গে বাড়ছে অগ্নিদুর্ঘটনায় আহত লোকের সংখ্যাও। কিন্তু অগ্নিকান্ডের পর দগ্ধ রোগীদের চিকিৎসা প্রদানে বেগ পেতে হচ্ছে। ঢাকায় নেওয়ার পথে অনেকে মারা যাচ্ছেন। এমন পরিস্থিতিতে চট্টগ্রামে পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণ জরুরি।

'শীতকালে সিলিন্ডার বিস্ফোরণ, আগুন পোহানোসহ নানা কারণে অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা বাড়ে। কিন্তু বার্ন ইউনিটের নিজস্ব নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেই। বর্তমানে রোগীর চাপে দিশেহারা সক্ষমতাহীন বার্ন ইউনিট। একদিকে জনবলসংকট, অন্যদিকে সংকটাপন্ন রোগী ব্যবস্থাপনা নিয়ে হিমশিম খাচ্ছে এ ইউনিটটি। এ অবস্থায় ১৫০ শয্যার স্বতন্ত্র বার্ন হাসপাতাল নির্মিত হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।'

বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, নগরের প্রেসিডেন্ট জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রেসিডেন্ট আবদুল মান্নান, যুব গ্রম্নপ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি চৌধুরী কেএনএম রিয়াদ, নগর সভাপতি আবু হানিফ নোমান, পলিসি ইনফ্লুয়েন্স গ্রম্নপ চট্টগ্রামের সভাপতি কলামিস্ট মুসা খান ও সদস্য সচিব সাংবাদিক আবু মোশারফ রাসেল ও যুগ্ম সদস্য সচিব সাইদুর রহমান মিন্টু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে