বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রায়গঞ্জে অবহেলিত খালের ওপর সেতু নির্মাণের দাবি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
রায়গঞ্জে অবহেলিত খালের ওপর সেতু নির্মাণের দাবি
সিরাজগঞ্জের রায়গঞ্জে অবহেলিত মাদারতলা খাল -যাযাদি

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবহেলিত মাদারতলা খালের ওপর সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীসহ ৫ গ্রামের মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ধানগড়া ইউনিয়নের অবহেলিত রৌহা উত্তর পাড়া মাদার তলা খালের পাড় গ্রাম। উপজেলা সদর থেকে রৌহা উত্তর পাড়া পর্যন্ত রাস্তার মাঝে একটি খাল রয়েছে। এই খালটি এখন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে ৫ টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের জন্যে।

1

স্বাধীনতার ৫৩ বছর পার হলেও এই খালের ওপর একটি সেতু নির্মাণ করা সম্ভব হয় নি। বিলেরপাড়ের পূর্ব পাশের মানুষগুলোকে বাজার ঘাটে যেতে হলে এই খাল পার হয়ে যেতে হয়। চলাচল, স্কুল, কলেজ, ফসলের বাজারজাত করা সহ গুরুত্বপূর্ণ জায়গায় যেতে এই গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

বর্ষার সময় নৌকা অথবা গ্রাম বাসির তৈরি সাঁকো দিয়ে পারাপার হতে হয় বিলের পাড়ের বাসিন্দাসহ আশপাশের হাজারো মানুষের। বিলের পাড়ে বসবাস করা মানুষের এই খালটির কারণে দুভাগ করে দিয়েছে রৌহা উত্তর পাড়া গ্রামের মানুষকে।

খালের পূর্ব পাশে অবস্থিত গ্রামের অটোরিকশাচালক আবদুল মজিদ জানান, আমাদের গ্রামের খালের ওপর সেতু না থাকায় উপজেলা শহরে যেতে নানা সমস্যায় পড়তে হয়। একই গ্রামের কৃষক আব্দুল জলিল জানান, আমাদের উৎপাদিত ফসল হাটে বিক্রি করতে হলে ডাবল ভাড়া ও অনেক রাস্তা ঘুরে নিয়ে যেতে হয়। একটি সেতু নির্মিত হলে সেই দুর্ভোগ আর পোহাতে হবে না।

দশম শ্রেণীর শিক্ষার্থী খাদিজা খাতুন জানান, জন্মের পর থেকে দেখে আসছি এই গ্রামে তেমন কোন উন্নয়ন ঘটেনি। তার ওপর এই খালে সেতু না থাকায় আমরা বিভক্ত হয়ে পড়েছি। তাই অবিলম্বে এই খালের ওপর একটি সেতু নির্মাণ করা হোক।

রৌহা এইচজিবিএল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম জানান, মাদার তলা খালের ওপর কোনো সেতু না থাকায় ছেলেমেয়েদের স্কুলে আসতে অনেক অসুবিধা হয়। বর্ষা কালে বাঁশের সাঁকোর ওপর দিয়ে প্রতিদিন শিক্ষার্থীরা যাতায়াত করে। যেকোনো মুহূর্তে ঘটতে পার বড় দুর্ঘটনা। আর দুর্ঘটনার আশঙ্কায় এ সাঁকো দিয়ে পারাপার হতে চায় না অনেক শিক্ষার্থী। তিনি এই খালের ওপর দ্রম্নত একটি সেতু নির্মাণের দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

ধানগড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছামিদ হাসান সরকার জানান, এই গ্রামটি অন্যান্য গ্রাম থেকে অনেক পিছিয়ে রয়েছে। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে এই খালের ওপর সেতু নির্মাণ করা প্রয়োজন।গ্রামে বসবাসরত সাধারণ মানুষের কথা চিন্তা করে খালের পাড়ে একটি সেতু নির্মাণের দাবি জানান সচেতন মহল।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী তামান্না রহমান জানান, দ্রম্নত সময়ের মধ্যে মাদার তলা বিলের পাড় গ্রামের খালের ওপর সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে