যশোর সদরের বারিনগর এলাকার ষাটোর্ধ্ব রহিমা বেগম দীর্ঘদিন তিনি হৃদরোগে আক্রান্ত। হতদরিদ্র এই নারীর গেল কয়েক বছর ধরে চিকিৎসা চলছিলো স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় ভালো কোন চিকিৎসকের পরামর্শ নিতে পারেননি এই নারী। শুক্রবার সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের নাটুয়াপাড়াস্থ সমন্বিত প্রবীণ ও শিশু নিবাস 'আমাদের বাড়িতে' মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে স্বল্পমূল্যে রেজিস্ট্রেশন করে ঢাকার স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ'র চিকিৎসা সেবা পেয়ে খুশি তিনি।
রহিমা বলেন, 'চার বছর আগে স্ট্রোক (হার্ড অ্যাটাক) করার পর গ্রামাঞ্চলে অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি। তবে টাকা পয়সা না থাকায় ভালো কোন ডাক্তার দেখাতে পারিনি। শুনেছি, ঢাকার বড় বড় ডাক্তার আসবে নাটুয়াপাড়ায়। তাই এখানে মেয়ের হাতে ভর দিয়ে ডাক্তার দেখাতে এসেছি।'
শুধু রহিমা নন; তার মতো তিন শতাধিক হতদরিদ্র ও গ্রামের শ্রমজীবী মানুষ এদিন পেয়েছেন বিশেষজ্ঞ সব চিকিৎসকের সেবা। যার আয়োজন করেছিল জিএমএসএস ফাউন্ডেশন ও সমন্বিত প্রবীণ ও শিশুদের নিবাস 'আমাদের বাড়ি'।