সড়ক দুর্ঘটনায় তিন জেলায় তিনজনের মৃতু্য হয়েছে। এর মধ্যে মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নারী, চুয়াডাঙ্গার দামুড়হুদায় একজন ও ফরিদপুরের ভাঙ্গায় মোটর সাইকেল দুর্ঘটনায় চাচা নিহত, ভাতিজা গুরুতর আহত হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় গত রোববার ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। নিহত মরিয়ম বেগম বাজিতপুরের আজিজুল সরদাররের স্ত্রী।
জানা গেছে, টেকেরহাট থেকে একটি যাত্রীবাহী বাস মাদারীপুরে যাচ্ছিল। সমাদ্দার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান ওই নারী। এ সময় আহত হয় অন্তত ১৫ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের পাশাপাশি উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, বাস-ট্রাক সংঘর্ষে একজন নারী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার করানে রাস্তা কিছু সময় বন্ধ থাকার পরে পুণরায় যানচলাচল স্বাভাবিক হয়।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মা চম্পা খাতুন নিহত ও মেয়ে রোকসানা গুরুতর আহত হয়েছে। গত রোববার রাতে দামুড়হুদার হোগলডাঙ্গা গ্রামে বাঁধন এগ্রো ফার্মের কাছে আলমসাধুর সঙ্গে পাখিভ্যানের এ দুর্ঘটনা ঘটে। নিহত চম্পা খাতুন (৫৭) হেমায়েতপুর গ্রামের বুলু মিয়ার স্ত্রী। আহত মেয়ে রোকসানা খাতুন (২৪) দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ওই দিন রাতে চম্পা ও তার মেয়ে রোকসানা পাখিভ্যানযোগে জুড়ানপুরের দিকে যাচ্ছিলেন। পথে হোগলডাঙ্গায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা দ্রম্নতগতির একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক চম্পা খাতুনকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় মোটর সাইকেল দুর্ঘটনায় চাচা অদুদ ফকির (২৫) নিহত এবং ভাতিজা রিয়াজুল ফকির (২৪) গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত রিয়াজুল ফকিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত অদুদ ফকির মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের লোকমান ফকিরের ছেলে। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী ও বাবলাতলার মাঝামাঝি আড়ুয়ামাঠ নামক স্থানে।
জানা গেছে, মাদারীপুরের টেকেরহাট থেকে ভাঙ্গাগামী একটি মোটর সাইকেল ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ামাঠ নামক স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি অদুদ ফকিরকে চাপা দেয়। পরে তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে আনা হলে চিকিৎসক অদুদ ফকিরকে মৃত ঘোষণা করেন।