হবিগঞ্জের লাখাইয়ে যাত্রী ওঠানো নিয়ে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ হয় এতে আহত হয়েছে ৫০ জন। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েরেছ। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
হবিগঞ্জ ও লাখাই প্রতিনিধি জানান, হবিগঞ্জ জেলার লাখাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় (টমটম) যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ইটপাটকেলে ৪০-৫০ জন আহত হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। সেখানে পুলিশ মোতায়েন আছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার ইফতারের আগে বুলস্না বাজারে টমটমে (ব্যাটারিচালিত অটোরিকশা) যাত্রী ওঠানো নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া এবং যাত্রী মাইজহাটির তৌহিদ তালুকদারের মধ্যে বাগবিতন্ডা হয়। এসময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ খবর পেয়ে বাজারে থাকা উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ১০ জন আহত হন।
উক্ত ঘটনার জের ধরে মঙ্গলবার উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। থেমে থেমে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ভাঙ্গায় দুই পক্ষের ঘণ্টাব্যাপি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৪ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়। বাকীরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা যায়।
ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে।
জানা যায়, চুমুরদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব সদরদী গ্রামে স্থানীয়ভাবে দুটি পক্ষ রয়েছে। একপক্ষের নেতৃত্ব দেন গ্রামের বাসিন্দা শফিক মাতুব্বর (৫০) ও অপর পক্ষের নেতৃত্ব দেন একই গ্রামের নজরুল মাতুব্বর (৪২)। গত কিছুদিন আগে শফিক মাতুব্বরের পক্ষের রাব্বি মাতুব্বর (২২) ও নজরুল মাতুব্বরের পক্ষের লিমন শেখ(২০) দুই বন্ধু মিলে একটি চায়নিজ কুড়াল কিনে আনে। এ অস্ত্রটির মালিকানা নিয়ে গত রোববার বিকালে রাব্বি ও লিমন তর্ক বিতর্ক ও হাতাহাতিতে লিপ্ত হয়। এর জের ধরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ৪ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মলিস্নক বলেন, সংঘর্ষের খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে মঙ্গলবার দুপুর পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।