জামালপুরের দেওয়ানগঞ্জে যাত্রী সেজে চালককে রড দিয়ে পিটিয়ে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের সানন্দ বাড়ি-কাউনিয়ারচর সড়কে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে কাউনিয়ারচর বাজার থেকে এক যাত্রী সানন্দ বাড়ি বাজারে যাওয়ার কথা বলে অটো রিকশা ভাড়া নেয়। সানন্দ বাড়ি যাওয়ার পথে হারুয়াবাড়ি এলাকায় অটো রিকশা চালক জহরুল মোলস্নাকে (৩৫) পেছনে মাথায় রড দিয়ে আঘাত করে। এ সময় গাড়ি থামালে অটো চালককে এলোপাথারী রড দিয়ে পেটাতে থাকেন। এক পর্যায়ে অটো চালক জহুরুল মোলস্নাকে রাস্তায় ফেলে দিয়ে অটো রিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় জহুরুল মোলস্নাকে উদ্ধার করেন।
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রহিম জানান, অটো রিকশা ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।