পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ দুইটি ইট ভাটা বন্ধ করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার দন্ডপাল ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান। তিনি বলেন, মেসার্স এমএস ব্রিকস ও মেসার্স কেএসবি ব্রিকসে পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় ইট ভাটা দুইটির চুলিস্ন ভেঙে ফেলে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।