তিন জেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মানিকগঞ্জের শিবালয়ে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা, কক্সবাজারের উখিয়ায় পাচারকালে অবৈধ কাঠভর্তি ট্রাক জব্দ, চাঁদপুরের হাজীগঞ্জে বেশি দামে খেজুর বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা ও হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধ বালু-মাটি ভর্তি ট্রাক আটক, দেড় লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, শিবালয়ের শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম ঢাকিজোড়া এলাকায় অবৈধভাবে মাটির উপরিভাগ কর্তনের বিরুদ্ধে বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলন করায় আলিমউদ্দিনকে (৫০) ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ কাঠ ভর্তি ট্রাক জব্দ করেছে বন বিভাগ ও হাইওয়ে পুলিশ। গত মঙ্গলবার রাতে টেকনাফ সড়কের কুতুপালংস্থ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। উখিয়া রেঞ্জের দায়িত্ব নিয়োজিত সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম শাহিন জানান, সড়কে টহলকালে হাইওয়ে থানা পুলিশ ও উখিয়া বনকর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে পাচারের সময় কাঠভর্তি ট্রাকটি জব্দ করা হয়। এ ব্যাপারে বিভাগীয় বন মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের হাজীগঞ্জে বেশি দামে খেজুর বিক্রির অভিযোগে এবং বস্তার খেজুর ভিআইপি মোড়কে বাজারজাত করার দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছেন হাজীগঞ্জ ইউএনও মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন। বুধবার হাজীগঞ্জ বাজারের থানা রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, বাজারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি, ক্রয়-বিক্রয় ভাউচার না থাকায় এবং বস্তার বা খোলা খেজুরকে ভিআইপি মোড়কে বাজারজাত করে বেশি দামে বিক্রির দায়ে শান্তা ফলের আড়তের মালিক সেলিমকে ১০ হাজার টাকা ও সালমান সাইফ এন্টার প্রাইজের মালিক শহিদুলস্নাহ মুন্সীকে ৮ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু ও মাটি বিক্রির অভিযোগে মধ্যরাতে অভিযান চালিয়ে বালু ও মাটি ভর্তি ৩টি ট্রাক আটক করেছে উপজেলা প্রশাসন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লাখ টাকা অর্থদন্ড করা হয়।
গত মঙ্গলবার রাতে নবীগঞ্জ ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অর্থদন্ড করেন।
জানা যায়- দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু ও মাটি বিক্রি করে আসছে একটি চক্র। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ইউএনও রুহুল আমিনের নেতৃত্বে একদল আনসার সদস্য উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় কুশিয়ারা নদীর চরে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ বালু ও মাটি বোঝাই ৩টি ট্রাক আটক করা হয়। পরে বালু বিক্রির দায়ে মতিউর রহমানকে ৫০ হাজার টাকা ও অবৈধভাবে মাটি বিক্রির দায়ে হীরা সরকারকে ১ লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।