রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

জরাজীর্ণ ছাপড়ার একপাশে বসবাস প্রতিবন্ধী দম্পতির!

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর)
  ০৬ মার্চ ২০২৫, ০০:০০
জরাজীর্ণ ছাপড়ার একপাশে বসবাস প্রতিবন্ধী দম্পতির!

রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে জরাজীর্ণ ঘরে বাস করছেন মানসিক ভারসাম্যহীন দম্পতি নৈমদ্দিন মিয়া ও তার প্রতিবন্ধী স্ত্রী কোহিনূর বেগম। বছরের পর পর বছর জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও আশ্বাস ছাড়া জোটেনি কোনো সহায়তা। গাজীপুরের শ্রীপুর পৌরসভার লোহাগাছ উত্তর পাড়া এলাকায় জরাজীর্ণ ছাপড়া ঘরে বসবাস নৈমদ্দিন- কোহিনূর দম্পতি।

বুধবার সকালের দিকে সরেজমিনে তাঁর ছাপড়ায় গিয়ে এমন চিত্র দেখা যায়। দীর্ঘদিন ধরে এমন মানবেতর জীবন সংগ্রাম করে যাচ্ছেন তারা। ঝুপড়ি ছাপড়ার এক পাশে শাশুড়ির বসবাস। আরেক পাশে পাটের বস্তা টাঙিয়ে নৈমদ্দিন ও কোহিনূর নামের মানসিক ভারসাম্যহীন ওই দম্পতির থাকেন। মানুষের দানের মাধ্যমে চলে তাঁদের জীবন।

নৈমদ্দিন বলেন, 'শারীরিক প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে জরাজীর্ণ এ ঘরে একযুগ পার করেছেন। রিকশা ও মানুষের দানে যা আয় করতে পেরেছেন তাতেই চলেছিল তাদের টানাপড়েনের সংসার। তাদের সম্পদ বলতে রয়েছে সরকারি জায়গায় ছাপড়া ঘরের জায়গাটুকুই। বর্ষার পানিতে ঘুমানোর উপায় নেই। শীতেও কষ্ট করেন।মেয়র-মেম্বারদের কাছে গেলেও পায়নি সহায়তা।

স্থানীয় মোমেনা খাতুন বলেন, ৭ফুট ছাপড়া ঘরের এক পাশে প্রতিবন্ধীর শাশুড়ী থাকে। আরেক পাশে বস্তুার ভেড়া দিয়ে কোনোমতে বসবাস করেন প্রতিবন্ধী দম্পতি। সরকারি একটা ঘরের জন্য অনেক ঘুরেছেন। কেউ পাত্তা দেয়নি। তাদের কোনো জমি-জমাও নেই। আগে রিকশা চালিয়ে সংসার চালাতেন। কিন্তু মানসিক ভারসাম্যহীন থাকায় তাঁর রিকশায় উঠতে চায়না যাত্রীরা। এখন কষ্টে দিনাতিপাত করছে তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ইতোমধ্যে তাদের জন্য প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়েছে। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ঘরের সুযোগ হলে এবং সরকারি টিনের বরাদ্দ আসলে অবশ্যই তাঁদের জন্য ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে