রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

রমজান উপলক্ষে দোয়া মাহফিল ও ইফতারসামগ্রী বিতরণ

স্বদেশ ডেস্ক
  ০৮ মার্চ ২০২৫, ০০:০০
রমজান উপলক্ষে দোয়া মাহফিল ও ইফতারসামগ্রী বিতরণ
রমজান উপলক্ষে দোয়া মাহফিল ও ইফতারসামগ্রী বিতরণ

দেশের বিভিন্নস্থানে রমজান উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

কুড়িগ্রাম প্রতিনিধি : পবিত্র রমজানে পন্য সরবরাহ ঠিক রাখা ও মূল্য তালিকা প্রদর্শন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কুড়িগ্রাম আদর্শ পৌর বাজার ব্যাবসায়ী সমিতি হল রুমে ব্যবসায়ীদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সমিতির সভাপতি আবদুল ওয়াদুদ মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম মিয়াসহ পৌর বাজারের বিভিন্ন শ্রেনীর ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের পার্বতীপুরে মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী বিশেষ চিকিৎসা সেবা প্রদান শুরু হয়েছে। ইসলাম ক্লিনিক এন্ড ডায়াবেটিক সেন্টার এই সেবা প্রদান করছে। প্রতি বছরের ন্যায় এবারেও রমজানের প্রথম দিন থেকেই তাঁরা এই কার্যক্রম পরিচালনা করছে এবং রমজানের শেষ দিন পর্যন্ত তা চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা যায়, ইসলাম ক্লিনিক এন্ড ডায়াবেটিক সেন্টার পার্বতীপুর একটি কল্যাণমূখী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান।

নোয়াখালী প্রতিনিধি :পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল করেছে নোয়াখালীর সেনবাগের মোহাম্মদ পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। বৃহস্পতিবার উপজেলার সেবারহাট বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর উল্যাহ খাঁনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম রুবেলের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সেনবাগ থেকে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আমিন উল্যাহ বিএসসি। বক্তব্য রাখেন, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগ, সেবারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, বিএনপি নেতা আবুল বাহার, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহসান হাবিব ভূইয়া,মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মহিন উদ্দিন মহিন, মোহাম্মদ পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি সহিদুল ইসলাম শিমুল, মোহাম্মদ পুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন রাজু।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে হাজী মোহাম্মদ ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতাল। শুক্রবার (৭ মার্চ) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুর এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে ঢাকা জেলা বিএনপির সহ সম্পাদক মোহাম্মদ সামিউলস্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোলস্না। জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হাজী মোহাম্মদ ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থদের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে। প্রতিদিন প্রায় কয়েক শতাধিক পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন। ঢাকা জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান শাওন, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ সোলেমানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া এসময় ঢাকা জেলা বিএনপ্থির সহ সম্পাদক সামিউলস্নাহর নেতৃত্বে সদস্য ফরম বিতরণ ও ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোলস্নাকে গণসংবর্ধনা ও বিএনপ্থির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি :নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু রোগমুক্তি,সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, সাবেক এমপি মরহুম সামসুল আলম প্রামানিকসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ী শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ৭ নং প্রসাদপুর ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় ৭ নং প্রসাদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল মামুন এর সঞ্চালনায় ও সভাপতি সাব্বির আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু।

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে 'রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা', দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ বৃহস্পতিবার রানীগঞ্জ হাই স্কুল মাঠে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্‌ রিয়াজুল হান্নান রিয়াজ। দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোলস্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফ ম মমতাজ উদ্দিন রেনু। প্রধান বক্তা হিসেবে ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ময়মনসিংহের গৌরীপুরে নিম্ন আয়ের মানুষ ও পথচারীদের জন্য মাসব্যাপী উন্মুক্ত ইফতার আয়োজন করেছে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু। প্রতিদিন ইফতারের সময় ঘনিয়ে আসলেই পৌর শহরের উত্তরবাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে নিন্ম আয়ের মানুষ ও পথচারীদের ইফতারে অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান যুবদলের নেতা-কর্মীরা। ইফতারে বরাদ্দ থাকে প্যাকেটিং রান্না করা খিচুরি ও খেজুর।

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তেপান্তর সাহিত্য সভার (তেসাস) আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল 'উপমহাদেশে রমাদান ও ইফতার সংস্কৃতির বৈচিত্র্যথ। তেসাসের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। তেসাসের প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রিয়াদ উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ আলোচক হিসেবে ছিলেন, চবির আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওসমান মেহেদী।

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কচুয়ায় নিম্ন আয়ের মানুষ ও পথচারীদের জন্য মাসব্যাপী উন্মুক্ত ইফতার বিতরণের আয়োজন করেছে কচুয়া উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। (বৃহস্পতিবার) ৬ মার্চ বিকালে কচুয়া বাজার কফি হাউজের সামনে ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন যুবনেতা শেখ সুজন, ছাত্রনেতা সাওন সহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। প্রতিদিন ইফতারের সময় ঘনিয়ে আসলেই কচুয়া বাজার কফি হাউজের সামনে,সড়কের পাশে দাঁড়িয়ে নিন্ম আয়ের মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন কচুয়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে গঙ্গাচড়া মডেল উচ্চ বিদ্যালয়ে ১৫০ জন রোজাদারদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি খাদ্য সামগ্রীর প্যাকেটে রয়েছে ৬ কেজি চাল,১ কেজি ডাল,১ কেজি ছোলা,১ কেজি চিনি, ৫০০ গ্রাম খেজুর, ১ লিটার সয়াবিন তেল,১ কেজি লবণ ও লাচ্চা সেমাই। গঙ্গাচড়া উপজেলা জামায়াতে আমীর মাওঃ মো: নায়েবুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের সহকারী সেক্রেটারী ও গঙ্গাচড়া মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক রায়হান সিরাজী। আরোও উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নায়েবে আমীর অধ্যাপক তাজ উদ্দিন,উপজেলা সেক্রেটারী মাওঃ সাইফুল ইসলাম,উপজেলা কর্ম পরিষদ সদস্য আসাদুল হক,শ্রমিক নেতা মাওঃ শোয়াইবুর রহমান,বেতগাড়ী ইউনিয়ন আমীর শাহ্‌ আলম,গঙ্গাচড়া ইউনিয়ন আমীর মনিচুর রহমান,বড়বিল ইউনিয়ন আমীর সোহাগ রহমান,আলমবিদিতর ইউনিয়ন আমীর মাওঃ সামিউল ইসলাম,যুব নেতা আব্দুল আউয়াল,জামায়ত নেতা হাফেজ রইসুল মুফাস্‌িসর প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে