মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
আজ ডায়াবেটিস সচেতনতা দিবস

ডায়াবেটিস রোগীদের দ্রম্নত করোনার টিকা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

যাযাদি রিপোর্ট
  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

ডায়াবেটিস রোগীদের করোনায় আক্রান্তের ঝুঁকি বেশি। ফলে যাদের টাইপ-২ ডায়াবেটিস আছে, তাদের বেশি সচেতন থাকবে হবে। যত দ্রম্নত সম্ভব করোনাভাইরাসের টিকা নিতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ডায়াবেটিস হলে যে কোনো জীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতা হ্রাস পায়। এসব কারণে করোনাকালে সবচেয়ে ঝুঁকিতে ডায়াবেটিস রোগীরা। ডায়াবেটিসে আক্রান্তরা করোনায় আক্রান্ত হলে তাদের করোনাভাইরাসের উপসর্গগুলো মারাত্মক আকার ধারণ করতে পারে। ফলে ডায়াবেটিস থাকা কারও কাশি, জ্বর এবং শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিলে তার রক্তের গস্নুকোসের মাত্রার ওপর সর্তক নজর রাখতে হবে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ৮৪ লাখ বলে ধারণা করা হয়। আর বিশ্বে ২০২০ সালের তথ্য অনুযায়ী, প্রায় ৪৬ কোটি। এর তিন-চতুর্থাংশের বাস নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর মধ্যে। এছাড়া এক মিলিয়নের বেশি শিশু ও কিশোর টাইপ-১ ডায়াবেটিসে ভুগছে। আর টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধের এখনি কার্যকর উদ্যোগ না নিলে এই সংখ্যা ২০৪৫ সালের মধ্যে ৬৯ কোটিতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিস রোগীর একই সঙ্গে অনেক ধরনের রোগের ঝুঁকি থাকে। একজন কোভিড রোগীর যত ঝুঁকি তার চেয়ে অনেক বেশি ঝুঁকি একজন ডায়াবেটিস আক্রান্ত কোভিড রোগীর। সে কারণে যত দ্রম্নত সম্ভব ডায়াবেটিসে আক্রান্ত রোগীর করোনার টিকা নিতে হবে। যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিস না থাকলে ডায়াবেটিস প্রতিরোধে সচেতন হতে হবে। একই সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি কোভিড প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থাগুলো মেনে চললে কোভিড থেকেও মুক্ত থাকা সম্ভব।

এমন পরিস্থিতিতে আজ ২৮ ফেব্রম্নয়ারি (রোববার) দেশে পালিত হচ্ছে 'ডায়াবেটিস সচেতনতা দিবস-২০২১'। একই সঙ্গে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৫তম প্রতিষ্ঠা দিবস আজ। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে- 'কোভিড ও ডায়াবেটিস প্রতিরোধে বাঁচবে জীবন'। দিবসটি উপলক্ষে সারাদেশে সচেতনতা বাড়াতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দিনব্যাপী নানা কর্মসূচি নিয়েছে। আজ রোববার সমিতির অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলোও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৮টায়, বারডেম কার পার্কিংয়ের নিচ থেকে মৎস্য ভবনের মোড়ে অবস্থিত রমনা পার্কের গেট পর্যন্ত, স্স্নেস্নাগান সংবলিত পস্নাকার্ড হাতে অবস্থান,র্ যালি। সকাল সাড়ে ১১টায় আলোচনাসভা ও আদর্শ ডায়াবেটিক রোগীদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র প্রদান, বারডেম অডিটোরিয়ামে। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত শাহবাগ এবং এনএইচএন ও বিআইএইচএস-এর বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ৪র্থ তলায় হ্রাসকৃতমূল্যে 'হার্ট ক্যাম্প'। এসব অনুষ্ঠান ছাড়াও ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রকাশনা 'কান্তি'র বিশেষ সংখ্যা ও সচেতনতামূলক লিফলেট ও পোস্টার প্রকাশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে