শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারের সিদ্ধান্ত আজ

ম যাযাদি রিপোর্ট
  ১৫ জুলাই ২০২১, ০০:০০
আপডেট  : ১৫ জুলাই ২০২১, ০০:০৭
ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ বৃহস্পতিবার চলতি বছরের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন। মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক ও কলেজ শাখা সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা ও প্রস্তাবনা এবং পরিকল্পনা সম্পর্কে সরকারের সর্বোচ্চ পর্যায়ের মতামত মন্ত্রী বরাবরে এসেছে। এ নিয়ে মন্ত্রী সাংবাদিক সম্মেলনে কথা বলবেন। মন্ত্রণালয় থেকে পরীক্ষার ব্যাপারে একাধিক বিকল্প সুপারিশের বাইরেও নীতিনির্ধারকরা যে নির্দেশনা দেবেন, তার আলোকেও সিদ্ধান্ত জানাতে পারেন মন্ত্রী। এছাড়া ইউনিসেফ-ইউনেস্কো মাধ্যমিক স্তরের স্কুল খুলে দেওয়ার যে সুপারিশ করেছে, তার আলোকে পরীক্ষা গ্রহণের সময় আরও পিছিয়ে সংক্ষিপ্ত আকারে পরীক্ষাও নেওয়া হতে পারে। নীতিনির্ধারকদের বিবেচনার জন্য যে সব প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে রয়েছে রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন বাদ দিয়ে কেবল বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) পরীক্ষা গ্রহণ। বিষয় ও মোট নম্বর কমিয়ে সংক্ষিপ্ত আকারে পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করে সনদ দেওয়া এইচএসসি পর্যায়ে অ্যাসাইনমেন্টের নম্বর বিবেচনায় পাবলিক পরীক্ষার্থীদের মূল্যায়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে