শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা ওয়াসার কর্মশালা অনুষ্ঠিত

নতুনধারা
  ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

রোববার স্থানীয় একটি হোটেলে 'ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যান্ড ইভালু্যয়েশন অব নন-কারেন্ট অ্যাসেটস, ইনভেনটরিজ অ্যান্ড রিভিউ অ্যান্ড রিকনসিলিয়েশন অব গ্র্যান্টস অ্যান্ড আদার ফান্ডস অব ঢাকা ওয়াসা' শীর্ষক ইনসেপশন রিপোর্টের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মোহাম্মদ মুসলিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মাহবুব আহমেদ।

অনুষ্ঠানে হুসাইন ফারহাদ এন্ড কোং চার্টার্ড অ্যাকাউনটেন্টসের দুইজন প্রতিনিধি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মপদ্ধতি তুলে ধরেন। এরপর কর্মশালায় আমন্ত্রিত মূল আলোচক আইসিএবির সাবেক সভাপতি ডক্টর জামাল উদ্দিন আহমেদ ইনসেপশন রিপোর্টের মূল বিষয়বস্তু তুলে ধরেন।

প্রধান অতিথি মোহাম্মদ মুসলিম চৌধুরী তার বক্তব্যে ঢাকা ওয়াসার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। এ প্রেক্ষাপটে 'ওয়াসা অ্যাক্ট-১৯৯৬' নিয়ে একটি প্রাণবন্ত আলোচনার অবতারণা করেন। মূূলত এ আইনটি ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনার সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি 'ওয়াসা অ্যাক্ট-১৯৯৬' এর জাতীয় সংসদের অনুমোদনের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপকে ঢাকা ওয়াসার বর্তমান সাফল্যের অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে চিহ্নিত করেন।

কর্মশালায় আগত বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও পেশাজীবী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। খবর বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে