শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিম্ন আদালতে বড় রদবদল

যাযাদি ডেস্ক
  ২৭ নভেম্বর ২০২১, ০০:০০

সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে ৯৭ জনকে নিয়োগ, যুগ্ম জেলা ও দায়রা জজ পদে ৬৫ জনকে পদোন্নতি এবং ৩৮৮ জনকে বদলির মধ্য দিয়ে নিম্ন আদালতের বিচারিক দায়িত্বে বড় ধরনের রদবদল আনা হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার পাঁচটি আলাদা প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানিয়ে বলেছে,

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করেই জুডিশিয়াল সার্ভিসে এই নিয়োগ, পদোন্নতি ও বদলির আদেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের গত ২ মার্চের সুপারিশের ভিত্তিতে ৯৭ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা সবাই পরীক্ষা দিয়ে যোগ্য বিবেচিত হয়েছেন।

সিনিয়র সহকারী জজ বা সম পর্যায়ের পদ থেকে ৬৫ জনকে যুগ্ম জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে অধিকাংশের কর্মস্থলও বদলে গেছে।

পাশাপাশি যুগ্ম জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের ৪৮ জন কর্মকর্তার কর্মস্থল বদলে দেওয়া হয়েছে। আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার হিসেবে থাকা যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করে আইন ও বিচার বিভাগে যুক্ত করা হয়েছে।

এছাড়া সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, মহানগর বা বিচারিক হাকিম বা সম পর্যায়ের ৩৩৩ জনকে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করার কথা জানানো হয়েছে একটি প্রজ্ঞাপনে। বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে