সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই

আরও আড়াই কোটি টাকা উদ্ধার, ৮ জন গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ১৩ মার্চ ২০২৩, ০০:০০

রাজধানীর উত্তরায় ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি ছিনতাইয়ের ঘটনায় নতুন করে আরও দুই কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধারসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তাররা হলেন- মো. সানোয়ার হাসান (২৮), মো. ইমন ওরফে মিলন (৩৩), মো. আকাশ মাদবর (২৫), সাগর মাদবর (২২), মো. বদরুল আলম (৩৩), মো. মিজানুর রহমান (২০), মো. সনাই মিয়া (২৮) ও এনামুল হক বাদশা (২৬)।

রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, 'ছিনতাইকারীরা দু'টি টাকার ট্রাংক ভেঙে দু'টি চালের বস্তা ও পাঁচটা ব্যাগ টাকা ভর্তি করে। বাকি দুই ট্রাংকের টাকা দেখে তারা ভয় পেয়ে যায়।'

তিনি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে আরও ২ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে ঢাকার মিরপুর, বনানী, সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আড়াই কোটির বেশি টাকা উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, 'ঘটনার দিন ৯ মার্চ উদ্ধার করা হয় ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা। এ নিয়ে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে মোট উদ্ধার হয়েছে ৬ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। ছিনতাইয়ের ঘটনায় এখনো অভিযান অব্যাহত রয়েছে।'

সংবাদ সম্মেলনে হারুন বলেন, 'ঘটনার দিন সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে। এরপর বিভিন্ন সূত্র ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা, সুনামগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ২ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছি।'

গ্রেপ্তারদের বরাত দিয়ে ডিবি প্রধান বলেন, 'গত ৮ মার্চ সিলেট যাওয়ার কথা বলে একটি হায়েস মাইক্রোবাস ভাড়া করে ছিনতাইকারীরা। গাড়ির চালক কুর্মিটোলা বাসস্ট্যান্ডের কাছে এলে পেছনের সিট ঠিক করার কথা বলে তার পা বেঁধে এখানে ফেলে রাখে। এরপর ওই গাড়িটির নিয়ন্ত্রণ নিয়ে ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি পস্ন্যান্টের গাড়ি ফলো করতে ওঁৎ পেতে থাকে। ডাকাত দলটি দীর্ঘদিন ধরে মানি পস্ন্যান্টের টাকা বহনকারী গাড়ি অনুসরণ করে আসছিল। তারা জানত টাকা বহন করার ক্ষেত্রে মানি পস্ন্যান্টের কোনো সিকিউরিটি ও অস্ত্র ছিল না।'

গ্রেপ্তার আসামিদের ১০ দিনের রিমান্ডে আবেদন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, 'রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার তুরাগ থানাধীন ডিয়াবাড়ী ১১ নম্বর সড়কে ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি পস্ন্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে ৯ কোটি টাকা উদ্ধারের কথা জানায় ডিবি পুলিশ। পরে টাকা গণনা করে পাওয়া যায় ৩ কোটি ৮৯ লাখ টাকা।

এদিকে নতুন উদ্ধার টাকা নিয়ে মোট উদ্ধারকৃত টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। বর্তমানে টাকা ছিনতাইয়ের মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে