সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

জনদাবি অস্ত্র দিয়ে দাবিয়ে রাখা যায় না :ফখরুল

যাযাদি রিপোর্ট
  ১৬ মার্চ ২০২৩, ০০:০০
বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -যাযাদি

জনগণের ন্যায়সঙ্গত দাবি অস্ত্র দিয়ে দাবিয়ে রাখা যায় না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'অতীতেও জনদাবি দাবিয়ে রাখা যায়নি। বহু প্রতাপশালী স্বৈরশাসকেরও করুণ পরিণতি হয়েছে।'

বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ সংগঠনের নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে, সকালে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবীদের নির্বাচনে ভোট কারচুপি করা হচ্ছে। জাতীয় নির্বাচনের পর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপি করেছে সরকার। এখন সুপ্রিম কোর্টের ভোটও চুরি করছে।

বিকালের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিতে সরকার 'নতুন পদ্ধতি' আবিষ্কার করেছে। তিনি বলেন, 'টাইপ করা ফর্মের এফআইআরের কপি সব থানায় দিয়ে দেওয়া হয়। সেই কপি নিয়ে সবার নাম দিয়ে ঢুকিয়ে দেয়। এটা নতুন একটা সৃজনশীল পদ্ধতি আবিষ্কার করেছে সরকার।'

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের পরিচালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উলস্নাহ আমান, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ, যুবদলের মামুন হাসান, নুরুল ইসলাম নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে, সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের লেখা 'আমার রাজনীতির রোজনামচা' গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ প্যাথলজিক্যাল চোর। ভোট চুরি ছাড়া তারা জিততে পারে না। চুরি করতে করতে দেশ ফোকলা করে দিয়েছে।

দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, 'এ কোন দেশে আসলাম। আওয়ামী লীগের কারণে জনগণকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তারা দেশকে চরমভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আমাদের সব সংস্কৃতি, ঐতিহ্য, গণতান্ত্রিক মূল্যবোধ- সব কিছু ভেঙে তচনচ করে দিয়েছে। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উলস্নাহ চৌধুরীর সভাপতিত্ব ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বইয়ের লেখক বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উলস্নাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উলস্নাহ আমান, আবদুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে