সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে কঠোর অবস্থানে প্রশার্সনযাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে কঠোর অবস্থানে প্রশাসন

নজরুল বিশ্ববিদ্যালয়
আহসান হাবীব
  ১৬ মার্চ ২০২৩, ০০:০০

বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ম্যানার শেখানোর নামের্ যাগিং ও মানসিক-শারীরিক নির্যাতনসহ নানা অপ্রীতিকর ঘটনার কথা সর্বজনবিদিত। কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এ ক্ষেত্রে কিছুটা আলাদা। এই বিশ্ববিদ্যালয়ের নবীনতম ১৬তম ব্যাচের ওরিয়েন্টেশন হয়েছে গত জানুয়ারি মাসের ৩১ তারিখ। নবীনবরণের দেড় মাস পেরিয়ে এখনোর্ যাগিংয়ের কোনো অভিযোগ পায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের কঠোর অবস্থানের কারণেই এটি সম্ভব হয়েছে বলে মনে করছে বিশ্বাবিদ্যালয় প্রশাসন।

জানা যায়, এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের্ যাগিং প্রতিরোধে তৎপর রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এবং অ্যান্টির্ যাগিং সেল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর উজ্জ্বল কুমার প্রধান বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ৬৭তম সিন্ডিকেটে আমাদের ক্যাম্পাসের্ যাগিং নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সবার কাছে আমাদেরর্ যাগিং বিরোধী অবস্থানের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের্ যাগিং ঠেকাতে হাইকোর্টের নির্দেশ মোতাবেক একটি অ্যান্টির্ যাগিং সেলও রয়েছে। পদাধিকার বলে এই সেলের প্রধান প্রক্টর নিজেই, অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ছাত্র নির্দেশনা ও পরামর্শ দপ্তরের প্রধান এবং সবক'টি হলের প্রভোস্ট।' কোনো ধরনের দৈহিক ও মানসিক পীড়ন, যে কোনো ধরনের অশোভন আচরণ, কারও অধিকারে হস্তক্ষেপ, মতপ্রকাশে বাধাদানের মতো কোনো ঘটনা ঘটলে সেটিকের্ যাগিং হিসেবে বিবেচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে অ্যান্টির্ যাগিং সেল- যোগ করেন প্রক্টর।

জানা যায়,র্ যাগিং ঠেকাতে ছাত্র উপদেষ্টা ও পরামর্শ দপ্তর থেকেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। দপ্তরের প্রধান অধ্যাপক ডক্টর তপন কুমার সরকার বলেন, 'বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের আগমনের আগে থেকেই আমরা অ্যান্টির্ যাগিং প্রচারণা শুরু করেছি। প্রতিটি বিভাগের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করা হয়েছে। ফলে অন্য বছর কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও এবার এমন কোনো ঘটনা আমাদের নজরে আসেনি।'

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, 'ক্যাম্পাসে আসার আগে নজরুল বিশ্ববিদ্যালয়ের্ যাগিং লিখে গুগলে সার্চ করেছিলাম। বেশকিছু নিউজ দেখে আঁতকে উঠেছিলাম। অনেক ভয়ে ছিলাম। কিন্তু এখন পর্যন্ত এ ধরনের কোনো পরিস্থিতির শিকার হইনি। এমনকি আমার কোনো বন্ধুও এমন পরিস্থিতির শিকার হয়েছে বলে শুনিনি। ক্যাম্পাসে চলাফেরা করতে অত্যন্ত স্বাচ্ছন্দ্যবোধ করছি।'

তবে ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো. সায়েদুল ইসলাম বলেন, 'এমন ঘটনা একেবারে যে ঘটেনি এটি বলা ঠিক নয়। মারাত্মক পর্যায়ে তেমন ঘটনা হয়তো ঘটেনি, তবে টুকটাকর্ যাগিং হয়েছেই। হয়তো নানা কারণে সেগুলোর কোনো অভিযোগ তারা প্রশাসন বরাবর দেয়নি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে