রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের প্রতিবেদন পড়লে লজ্জিত হই : মির্জা ফখরুল

যাযাদি রিপোর্ট
  ২৩ মার্চ ২০২৩, ০০:০০
মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'সরকার সচেতনভাবে বাংলাদেশকে গণতন্ত্র থেকে সরিয়ে নিয়েছে। বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনে যেসব প্রসঙ্গ এসেছে, তা পড়লে লজ্জিত হই।'

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৬তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র ২০২২ সালে যে প্রতিবেদন দিয়েছে, সেখানে এসেছে এ দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। এখানে মানবাধিকারের লেশমাত্র নেই। বন্দুকযুদ্ধে মানুষ মেরে ফেলা হচ্ছে, গুম হচ্ছে, বিনা বিচারে মানুষ মরছে। মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সাংবাদিকদের

সত্য বলার স্বাধীনতা নেই। তাদের সেই অধিকার নেই। এখানে একজনকে গ্রেপ্তার করতে না পারলে তার আত্মীয়-স্বজনকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, বিদেশে কেউ এই সরকারের বিরুদ্ধে কথা বললে তার আত্মীয়-স্বজনকে এখানে নির্যাতন করা হচ্ছে। এই ধরনের ভয়াবহ চিত্র যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে এসেছে।'

তিনি বলেন, 'এই রিপোর্ট বের হওয়ার পর আওয়ামী লীগের নেতারা বলা শুরু করেছেন, যুক্তরাষ্ট্র নিজের দিকে তাকায় না। তবে এটা সত্যি যে, যুক্তরাষ্ট্র নিজের দিকে তাকায় বলেই এই ধরনের প্রতিবেদন তৈরি করে। সে দেশ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। গণতন্ত্রের নেতা হিসেবে তারা কাজ করছে।

বিএনপি মহাসচিব বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তাদের সেই পুরনো চিন্তা বা স্বপ্ন একটা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা বাস্তবায়িত করতে চায়। সেই লক্ষ্যে তারা গণতন্ত্রেও সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে এবং মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে। আবার এরা কথায় কথায় গণতন্ত্রের কথা বলে, সংবিধানের কথা বলে। এমনভাবে বলে যে, তারাই একমাত্র এদেশের মালিক। এটা তালুকদারি-জমিদারি। আসলে তাদের ধারণা তাই।'

মির্জা ফখরুল বলেন, 'যারা স্বাধীন বাংলাদেশ তৈরি করেছেন, নির্মাণ করেছেন তাদেরকে স্মরণ করা হচ্ছে না। আওয়ামী লীগ এই জায়গাটিতেও দুর্বৃত্তায়ন করছে। তারা নিজেদের লোকটিকে ছাড়া আর কাউকে চিনে না। এখানে তারা সবাইকে ছোট করে দেখাতে চায়। তাজউদ্দীন আহমেদ, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হকের নাম একবারও উচ্চারণ করে না। এমনকি মুক্তিযুদ্ধের 'সর্বাধিনায়ক' এমএজি ওসমানির নাম একবারও বলে না। আর জিয়াউর রহমানের নাম তারা উচ্চারণ করবেই না কারণ তারা মনে করে যে, জিয়াউর রহমান তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ।'

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, 'আওয়ামী লীগ ভোটে বিশ্বাস করে না, নির্বাচনে বিশ্বাস করে না,গণতন্ত্রে বিশ্বাস করে না, ভোটাধিকারে বিশ্বাস করে না। তারা ভোট চুরি করে, ডাকাতি করে নির্বাচিত হয়। এটা পার্লামেন্টারি ডেমোক্রেসি নয়, এখন চলছে পার্লামেন্টারি ডিকক্টেরশিপ, একনায়কতন্ত্র চলছে। দেশের মালিক জনগণ নেই। এই সরকার হটাতে হবে। গণঅভু্যত্থান ঘটাতে হবে।'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, এদেশের জন্য যাদের অবদান আছে আস্তে আস্তে সেই ব্যক্তিদের বর্তমান সরকার হীনমন্যতার কারণে পরিকল্পিতভাবে তাদের নামগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।'

\হকেএম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাটের পরিচালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উলস্নাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে