সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
রাজধানীতে বিএনপির শোভাযাত্রা

কাল চট্টগ্রাম থেকে তারুণ্যের সমাবেশ শুরু, ঢাকায় শেষ

ফ্যাসিবাদীর পরাজয় হয় তরুণদের স্স্নোগান ও শক্তিতে : রিজভী
যাযাদি রিপোর্ট
  ১৩ জুন ২০২৩, ০০:০০
সোমবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তরুণ জাতীয়তাবাদী নেতাকর্মী সমাবেশ শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল বের হয় -ফোকাস বাংলা

দেশের ছয় বড় শহরে তারুণ্যের সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। আগামীকাল বুধবার চট্টগ্রামে প্রথম সমাবেশ অনুষ্ঠিত হবে। যা ২২ জুলাই রাজধানী ঢাকার সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। এ ছাড়া আগামী ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট, ১৭ জুলাই খুলনায় সমাবেশ হবে। এই সমাবেশ ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ ব্যানারে অনুষ্ঠিত হচ্ছে। তারুণ্যের সমাবেশগুলো সফল করতে রাজধানীতে বিএনপির তরুণ নেতারা বিশাল শোভাযাত্রা করেছে।

সোমবার বেলা ৩টায় কর্মসূচি শুরু হলেও কয়েক ঘণ্টা আগেই প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। কার্যালয়ের সামনের সড়কে থইথই বৃষ্টির পানিতে দাঁড়িয়ে নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন বলে জানান ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু। জাতীয়তাবাদী তরুণ নেতাকর্মীর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'বিশ্বের অনেক দেশ আছে যেখানে তরুণরা লড়াই-সংগ্রামে বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। বিপস্নব ও স্বাধীনতা অর্জনে তরুণরাই আত্মত্যাগ করেছে। কোনো কিছু দিয়ে তরুণদের রুখে দেওয়া যায় না। ফ্যাসিবাদী শক্তির পরাজয় ঘটে তরুণদের স্স্নোগানে ও শক্তিতে। বাংলাদেশেও তারুণ্যের শক্তিতে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে।'

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়ের পরিচালনায় শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শোভাযাত্রায় অংশ নেন- বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, এবিএম মোশারফ হোসেন, আব্দুস সালাম আজাদ, শামা ওবায়েদ, নাসির উদ্দিন অসীম, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, সেলিমুজ্জামান সেলিম, অনিন্দ্য ইসলাম অমিত, নজরুল ইসলাম আজাদ, আব্দুল খালেক, শহিদুল ইসলাম বাবুল, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আসাদুল করিম শাহীন, নিলোফার চৌধুরী মনি, হেলেন জেরিন খান, শাম্মী আখতার, রেহানা আক্তার রানু, আমিনুল হক, ডা. পারভেজ রেজা কাকন, রফিক সিকদার, আবু বকর সিদ্দিক, ব্যারিস্টার মীর হেলাল, হাসান মামুন, হুম্মাম কাদের চৌধুরী, হাবিবুর রশিদ হাবিব, সুলতান সালাউদ্দিন টুকু, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, তানভীর আহমেদ রবিন, আবুল কালাম আজাদ, ডা. জাহেদুল কবির জাহিদ, সরদার নুরুজ্জামান, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, আলমগীর হাসিন আহমেদ, মোস্তাফা-ই জামান সেলিম, একেএম আসাদুজ্জামান চুন্নু, অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও নয়া পল্টনে গিয়ে শেষ হয়।

এদিকে তারুণ্যের ধারাবাহিক সমাবেশকে সফল করতে একাধিক টিম গঠন করে জেলায় জেলায় প্রস্তুতি নিচ্ছে আয়োজন তিনটি সংগঠন। এ কর্মসূচি সার্বিকভাবে মনিটরিং করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে