সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

জামায়াতকে সরকার অনুমতি দিতে বাধ্য হয়েছে :গয়েশ্বর

যাযাদি রিপোর্ট
  ১৩ জুন ২০২৩, ০০:০০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'এক দশক পর জামায়াতকে ঢাকায় সমাবেশের অনুমতির পেছনে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি কাজ করেছে। সরকার অনুমতি দিতে বাধ্য হয়েছে।'

সোমবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ঐক্য পরিষদের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সংলাপ প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'এখন তো এই সরকারের বিদায়ের সময়। বিদায় বেলায় সংলাপ করব কেন? সংলাপ তো প্রতিদিন হচ্ছে। বিএনপিসহ বিরোধী দল বলছে আর তারা শুনছে। এখন আওয়ামী লীগ ১০ দফা মেনে নিলে উভয়পক্ষের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে।'

দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, 'বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। আর অধিকার আদায়ের লড়াইয়ে যারা আছেন, যে পরিচয়ে সেখানে আছেন সবাই এই মুহূর্তে বন্ধু। সময় তৈরি হলে সবার হিসাব-নিকাশ পরে হবে।'

গণতন্ত্র বিরোধীদের তালিকা হচ্ছে জানিয়ে আলাল বলেন, 'পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় বিএনপির তালিকা করেন, অন্যান্য বিরোধী দলের নেতাদের তালিকা করেন। এবার আপনাদের তালিকাও প্রস্তুত হচ্ছে। কেউ কেউ অদৃশ্যে বসে করছে। সচিবালয় থেকেও প্রকাশিত হচ্ছে যে, ২০১৮ সালের দুই নম্বরি-ছয় নম্বরি নির্বাচনে কে কোথায় কোন দায়িত্ব পালন করেছেন, কোন সচিব ছিলেন, কোন অফিসার সেখানে ছিলেন। প্রশাসন থেকেই তালিকা করা হচ্ছে- কোন পুলিশ অফিসার জড়িত ছিলেন, কে কোন জেলার দায়িত্বে ছিলেন, কোন আইনশৃঙ্খলা বাহিনীর কোন অফিসার, কোন সদস্য সেখানে দায়িত্ব পালন করেছেন।'

সংগঠনের আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মুনিরের সভাপতিত্বে সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুলস্নাহ, তাঁতী দলের জেএম আনিসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ?গুম হওয়া মফিজুল ইসলাম, কাওসার হোসেন, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান বাপ্পী, মাহফুজুর রহমানের পরিবারের সদস্যরা তাদের স্বজনদের ফিরে পাওয়ার আকুতির কথা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে