সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মোবাইল বিক্রির নামে প্রতারণা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ১৩ জুন ২০২৩, ০০:০০

সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে মোবাইল বিক্রির কথা বলে সাধারণের সঙ্গে প্রতারণায় যুক্ত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

সোমবার রাজধানীর ভাটারা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ভাটারা এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন- মো. তুর্যাউল হোসেন তুর্য-(২২), জুলহাস হোসেন ওরফে শয়ন-(৩০), মো. মনির হোসনে-(২৪), মো. রাসিব বিশ্বাস-(২১) ও মো. মাহফুজ বিশ্বাস ওরফে মাহফুজ-(২৭)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল আল মুকিত কাউসার (২১) নামের চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে অনলাইনে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ল্যাপটপ, ১৮টি মোবাইল ফোন ও দুটি হার্ডডিস্ক জব্দ করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোট ৩৬টি ফেসবুক পেইজের তথ্য পাওয়া গেছে।

এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এসব তথ্য জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে