সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়

যাযাদি ডেস্ক
  ২৭ জুন ২০২৩, ০০:০০

বরাবরের মতো এবারও রাজধানীতে কোরবানির ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে ঈদগাহের বদলে আধাঘণ্টা পিছিয়ে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের সংবাদমাধ্যমে বলেন, 'জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের সব আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।'

'আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।'

আবু নাসের বলেন, 'ঈদগাহের ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসলিস্ন ঈদের জামাতে অংশ নেবেন।'

এছাড়াও অনেক মুসলিস্ন মূল প্যান্ডেলের বাইরে ঈদের জামাত আদায় করে থাকেন বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে