সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ঈদের তৃতীয় দিন পশু কোরবানি না করার অনুরোধ তাপসের

ঝড়-বৃষ্টির বিষয়টি মাথায় রেখেই প্রস্তুত ঈদগাহ হ এডিস মশা নিধনে হবে চিরুনি অভিযান
যাযাদি ডেস্ক
  ২৮ জুন ২০২৩, ০০:০০

বর্জ্য অপসারণের সুবিধার্থে ঢাকায় ঈদের তৃতীয় দিন পর্যন্ত পশু কোরবানি না করার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

ঈদের আগে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি দেখতে গিয়ে মঙ্গলবার সকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মেয়র বলেন, 'ঈদুল আজহা উপলক্ষে আমরা ব্যাপক কর্মযজ্ঞের প্রস্তুতি নিয়েছি কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য। আমি বিনীত নিবেদন করব, যাতে করে দুই দিনের মধ্যেই ঈদের দিন ও পরবর্তী দিনের মধ্যেই যেন সব পশু কোরবানির কার্যক্রম সম্পন্ন করা হয়। তৃতীয় দিনের জন্য যেন পশু কোরবানি রাখা না হয়, দ্বিতীয় দিনের মধ্যেই সব পশু কোরবানির কার্যক্রমটা যেন সম্পন্ন করা হয়। কারণ সব কার্যক্রম ৭২ ঘণ্টা পরে কিন্তু বিশ্রাম দিতে হবে। একটানা ৭২ ঘণ্টা চলবে। সে জন্য এটা অমানবিক হয়ে যায় যে, তাদের (পরিচ্ছন্নতা কর্মী) দিয়ে আবার কাজ করানো। সে জন্য আমি এই বিনীত অনুরোধ করেছি।'

ঢাকা দক্ষিণ সিটি এলাকায় ঈদের আগের রাত থেকেই বর্জ্য অপসারণ শুরু হবে বলে জানিয়ে মেয়র তাপস বলেন, 'রাত ১২টার পর থেকে পশুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম আমাদের শুরু হবে। পরদিন ঈদের দিন দুপুর ২টা থেকে আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে আমরা তদারকি শুরু করব।'

রাজধানীতে কোরবানির ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে শেখ ফজলে নূর তাপস বলেন, 'নামাজের সময় ঝড়-বৃষ্টি হলেও যাতে সমস্যা না হয় সে ব্যবস্থা নিয়েছে করপোরেশন।'

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই এবং সবাইকে আমি আমন্ত্রণ করব যেন জাতীয় ঈদগাহে এসে ঢাকাবাসী এই ঈদের জামাতে অংশগ্রহণ করেন। এটি আমাদের বড় উদযাপন... ঈদের জামাত। সবাই যাতে স্বচ্ছন্দে জামাতে অংশগ্রহণ করতে পারেন, সেই আয়োজন আমরা শেষ করে ফেলেছি।'

ঈদগাহে প্রায় ৩৫ হাজার মানুষের একসঙ্গে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, 'সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে সবাই ঈদ জামাতে অংশ নিতে পারবেন বলেই তার বিশ্বাস।'

ঈদের নামাজের সময় বিরূপ আবহাওয়ার শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, 'আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা জানতে পেরেছি যে, ঝড়-বৃষ্টি হতে পারে, ঝড়ের আশঙ্কা রয়েছে। সেই প্রেক্ষিতে কোনোরকম যেন কোনো সমস্যা না হয়, এজন্যই আজকে আমাদের এই পরিদর্শন। এই পরিদর্শনে যেটুকু সমস্যা রয়েছে সেগুলো সংশোধনের জন্য নির্দেশনা আমরা দিয়েছি। ঝড় হলেও যেন মুসলিস্নরা সুষ্ঠুভাবে জামাতে অংশগ্রহণ করতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। কোথাও কোনোভাবে পানি না পড়ে এবং পানি পড়ার যেটা জায়গা সেখান থেকে যাতে জলাবদ্ধতা না হয়, সেদিকেও আমরা প্রস্তুতি নিয়েছি, সব কার্যক্রম নিয়েছি।'

ঈদগাহ ময়দানে ক্লোজড সার্কিট ক্যামেরা বসিয়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে জানিয়ে মেয়র আরও বলেন, 'আমরা মনে করি, খুব শান্তিপূর্ণভাবে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।'

এডিস মশা নিধনে চিরুনি অভিযানে নামবে সিটি করপোরেশন

এডিস মশা নিধনে ঢাকার দক্ষিণ সিটিতে 'চিরুনি অভিযান' চালানো হবে বলেও জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, 'আমরা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে আমাদের কয়েক হাজার স্থান, আবাসস্থল ও স্থাপনা আমরা পরিদর্শন সম্পন্ন করেছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি, এক জায়গায় গেলে আমরা যখন লার্ভা পাই, তিন সপ্তাহ-চার সপ্তাহ পরে গেলেও আমরা আবার লার্ভাই পাচ্ছি। সেভাবে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে না। সে জন্য চিরুনি অভিযান যেটা বলে, সেভাবে আমাদের কার্যক্রম চালাব।'

মেয়র বলেন, 'মশক নিধনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করব এবং আমরা জরিমানা করব। 'আমরা দেখছি যে, অনেকেই দায়িত্ব পালন করছেন না এবং বেশিরভাগ মানুষই অসচেতন। সুতরাং জরিমানা কার্যক্রম আমরা চালিয়ে যাব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে