সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন অক্টোবরে কাজ শেষ হয়েছে ৭৭.৫ শতাংশ

যাযাদি ডেস্ক
  ২৮ জুন ২০২৩, ০০:০০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৭৭ দশমিক ৫ ভাগ কাজ শেষ হয়েছে। চলতি বছরের অক্টোবর মাসে এ প্রকল্পের সফট ওপেনিং (আংশিক উদ্বোধন) হচ্ছে।

মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মুফিদুর রহমান।

তিনি বলেন, 'আশা করছি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সফট ওপেনিং করা হবে। আমরা অক্টোবরের আগে প্রকল্পের ৯০ শতাংশ কাজ শেষ করতে চাই। আশা করি সময়ের আগে কাজ শেষ হবে। এখন পর্যন্ত প্রকল্পের ৭৭ দশমিক ৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অক্টোবর মাসে সফট উদ্বোধন হলেও এই টার্মিনাল পুরোপুরি ফাংশনাল (কর্মক্ষম) হবে ২০২৪ সালে।'

বেবিচক চেয়ারম্যান জানান, ঈদের ছুটিতেও এ প্রকল্পের কাজ চলবে। ৩ থেকে ৪ হাজার শ্রমিক ছুটিতেও কাজ করে যাবেন। তাদের শুধু ঈদের দিন ছুটি দেওয়া হয়েছে, এর পরের দিন থেকে তারা আবার কাজ শুরু করবেন।

গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ পাচ্ছে না বিমান

থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ পাচ্ছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাপানের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার বিষয়ে এর আগে কথা উঠেছিল, এ বিষয়ক এক প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, 'এই বিমানবন্দর নিয়ে প্রত্যাশা কিন্তু অনেক বেশি। সরকারের কাছে, আমাদের কাছে। যে আমরা একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দর এখানে তৈরি করতে যাচ্ছি। এখানে ব্যবস্থাপনা থাকবে আন্তর্জাতিক মানের। সরকার এখানে চাচ্ছে অপারেশন এবং মেনটেইনেন্স এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং, কার্গো হ্যান্ডেলিং আমাদের একটা বন্ধুপ্রতিম রাষ্ট্র তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাদের দিয়ে করানোর চেষ্টা করছে। পিপিপির মাধ্যমে তারা কোন কোন টার্মস অ্যান্ড কন্ডিশনে কাজটা করবে এ লক্ষ্যে ফিজিবলিটি স্টাডি চলছে। আমরা কী ধরনের সার্ভিস চাই, সার্ভিসের অ্যাগেইনেস্টে কী ধরনের ফিন্যান্সিয়াল কস্ট আসবে- সব কিছুই এই ফিজিবলিটি স্টাডির মধ্যে থাকবে। যদি তখন আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র এই শর্তগুলো মানতে রাজি হয়, তাহলে তারা আমাদের এই সার্ভিসটা প্রদান করবে।'

তিনি আরও বলেন, 'বিশ্বের যে কোনো বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে একটা গ্রাউন্ড হ্যান্ডেলার থাকে না, একাধিক থাকে। এটা চয়েস থাকে, কার কাছ থেকে তারা সার্ভিস নেবে। আশা করছি এর মাধ্যমে আমাদের এখানে একটা পজিটিভ কম্পিটিশন হবে।'

সংবাদ সম্মেলনে বেবিচকের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জাইকার প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট অন্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে