সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি

সড়কে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ

যাযাদি ডেস্ক
  ০৯ আগস্ট ২০২৩, ০০:০০
এইচএসসি পরীক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার প্রতিবাদ কর্মসূচি পালন করলে রাজধানীর শাহবাগে পুলিশ তাদের বাধা দেয় -ফোকাস বাংলা

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় চলতি মাসে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবি নিয়ে ঢাকার সড়কে দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই তারিখ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।

এ দিন দুপুর ১২টার দিকে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে গিয়ে জড়ো হন। এ সময় তাদের কারও কারও হাতে পস্ন্যাকার্ড দেখা গেছে। শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান করে বিক্ষোভ করেন।

পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার সালমান ফার্সি সংবাদ মাধ্যমকে বলেন, 'তাদের (শিক্ষার্থীদের) সরিয়ে দিয়েছি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে গেছে। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য যানজট তৈরি হয়।'

তিনি বলেন, 'প্রায় এক ঘণ্টা ছিল। যানজট তৈরি হলে শিক্ষার্থীদের চলে যাওয়ার অনুরোধ করা হয়। তারা প্রথমে অস্বীকৃতি জানান। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা ওই এলাকা ছাড়ার পর যানজট স্বাভাবিক হয়।'

এর আগে সোমবার একই দাবিতে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তাদের পুলিশ সরিয়ে দিলে শাহবাগ মোড়ে গিয়ে জড়ো হন তারা। পুলিশ সোমবারও তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

'পরীক্ষা পেছানোর সুযোগ নেই'

এদিকে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে বলেন, 'পরীক্ষা পেছানোর দাবি ওঠানো শিক্ষার্থীরা না বুঝে আন্দোলন করছে। এই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই পরীক্ষার সময়সূচি, নম্বর সাজানো হয়েছে।'

তিনি বলেন, 'আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষাকে আগের সময়সূচি অর্থাৎ ফেব্রম্নয়ারি, এপ্রিলে ফিরিয়ে নিয়ে আসতে চাই। সে জন্য পরীক্ষাগুলো আস্তে আস্তে এগিয়ে আনা হচ্ছে। এ কারণে এবার একটু সময় কম পেয়েছে তারা। এই বিষয়টি আগেই নোটিশ করা হয়েছে।'

তপন কুমার বলেন, 'এইচএসসি পরীক্ষার সিলেবাস ও রুটিন অনেক আগে দেওয়া হয়েছে। এ বিষয়ে সব পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়। পরীক্ষা আগের নির্ধারিত সময়েই হবে।'

শিক্ষার্থীদের চার দাবি

১) ৫০ নম্বরে পরীক্ষা নিতে হবে, ২) পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে, ৩) ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয় এবং ৪) পরীক্ষা থেকে আইসিটি বিষয়টি বাদ দিতে হবে।

জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট থেকে, তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২০২২ সালে বন্যার কারণে পরীক্ষা আরও পিছিয়ে গিয়েছিল। নভেম্বরে হয়েছিল সেই পরীক্ষা। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে জুলাইয়ে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হলেও সিলেবাস শেষ না হওয়ার কারণে তা পিছিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে