সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
কাল ঢাকায় গণমিছিল

গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে

যাযাদি রিপোর্ট
  ১০ আগস্ট ২০২৩, ০০:০০

সরকার পতনের এক দফা আন্দোলনের নতুন যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সে অনুযায়ী আগামীকাল শুক্রবার দুপুর ২টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কমলাপুর থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত পৃথক গণমিছিল অনুষ্ঠিত হবে। একইভাবে সমমনা অন্যান্য জোট ও দল পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে।

বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আওয়ামী লীগ অত্যন্ত ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়েছে। যদি সত্যিকার অর্থে সুষ্ঠু ভোটে মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়ে যায় তাহলে এরা (আওয়ামী লীগ) নিশ্চিহ্ন হয়ে যাবে। এ কারণেই আওয়ামী লীগ একতরফা নির্বাচনের উদ্যোগ নিচ্ছে। বিএনপির প্রতিটি কর্মসূচির দিন শান্তি সমাবেশের নামে তারা অশান্তি সৃষ্টি করেছে। গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে আওয়ামী লীগকে প্রতিহত করা এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে।'

তিনি বলেন, 'এক দলীয় শাসন কায়েম করতে সরকার দেশের সংবিধান কাটছাঁট করেছে। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে লুট করেছে। বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে। বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে। গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ সরকার।'

'বিএনপি আন্দোলনের নামে জনগণকে জিম্মি করেছে, মানুষকে হত্যা ও অগ্নিসন্ত্রাস হচ্ছে' প্রধানমন্ত্রীর এরকম বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, 'প্রধানমন্ত্রী কতটা সত্য বলেন তা দেশবাসী ভালো জানেন। গত কয়েক বছর বিএনপিসহ বিরোধী দল সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। সচেতনভাবে যে কোনো রকমের সহিংসতা এড়িয়ে চলার চেষ্টা করছি।'

দেশে বন্যার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, 'সরকার শুধু মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতিই করেছে। ফলে এখন বন্যা মোকাবিলার মতো তাদের (সরকারের) সামর্থ্য নেই। এই হচ্ছে সরকারের অবস্থা।'

এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উলস্নাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে