সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কৃষির উন্নয়নে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষি ও কৃষকের অকৃত্রিম বন্ধু। স্বাধীনতার পরপরই তিনি দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেটিকে অনুসরণ করে তার সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী

শেখ হাসিনা কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষক ও কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।'

বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাশনে নতুন হর্টিকালচার ও টিসু্যকালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

কৃষিমন্ত্রী বলেন, 'বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রম্নতি বাস্তবায়ন হওয়ায় তলাবিহীন দেশ এখন উন্নত বিশ্বের কাতারে। বিশ্ব আমাদের রোল মডেল হিসেবে বিবেচনা করে।'

তিনি বলেন, 'দেশে কেউ খাদ্যের জন্য কষ্ট করবে না। কারণ মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি পরিবারের পাশে কমমূল্যে নিত্যপণ্য নিয়ে দাঁড়িয়েছেন। ৫০ লাখ পরিবারকে সামান্য মূল্যে চাল দেওয়া হচ্ছে। সারের জন্য কোটি কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। ভিজিএফসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে, যাতে দেশের একজন মানুষকেও খাদ্যের জন্য কষ্ট করতে না হয়।'

অনুষ্ঠানের আগে কৃষিমন্ত্রী জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, ফ্যাশন স্কয়ার ও অত্যাধুনিক খাসমহল জামে মসজিদসহ এ সরকারের আমলে চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।

উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুলস্নাহ আল ইসলাম জ্যাকব। সম্মানিত অতিথি ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. তাজুল ইসলাম পাটোয়ারী, বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ডক্টর মো. মেহেদী মাসুদ, কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব ডক্টর মনসুর আলম খান, জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে