সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বন্ধুর সঙ্গে ঝগড়ায় জাবি শিক্ষার্থীর আত্মহত্যা

জাবি প্রতিনিধি
  ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কাজী সামিতা আশকা নেহা নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি জাবির ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। শুক্রবার রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

আশকার

সহপাঠীরা জানান, আমবাগান এলাকায় ৫০ ব্যাচের জুনিয়রদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন আশকা। খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার জামান তূর্য নামে এক শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আত্মহত্যার বিষয়টি তূর্য মুঠোফোনে আশকার সহপাঠীদের জানান। পরে তারা ওই বাসায় গিয়ে দরজা ভেঙে আশকাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তূর্যের সঙ্গে আশকার সম্পর্ক নিয়ে টানাপড়েন চলছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কয়েকদিন আগে ঝগড়ার জেরে ভিডিও কলে তুর্য আত্মহত্যার চেষ্টা করেন বলেও জানান আশকার সহপাঠীরা।

আশকার রুমমেট মাইশা নুসরাত বলেন, 'আমরা কেউ বাসায় ছিলাম না। আমি সন্ধ্যার আগে বাসা থেকে বের হওয়ার সময় আশকা আপুকে তূর্যের সঙ্গে ভিডিওকলে ঝগড়া করতে দেখি। পরে রাত সাড়ে ৮টায় তূর্য আশকা আপুর বান্ধবী সামিহাকে ফোন করে দ্রম্নত বাসায় যেতে বলে। তারা বাসায় গিয়ে আশকা আপুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।'

আশকার আরেক বন্ধু গিয়াস উদ্দিন মুন্না বলেন, 'আশকা আত্মহত্যার চেষ্টা করছে এমন খবর পেয়ে আমরা ওর বাসায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসি। পরে তারা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

আশকার প্রেমিক শাহরিয়ার জামান তূর্য বলেন, 'আশকার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম। ছোট বিষয় নিয়ে আজকে ঝগড়া হয়। সেটা নিয়ে আশকা আত্মহত্যার চেষ্টা করে। তখন ফোন কেটে যায়। আমি বারবার চেষ্টা করেও তাকে পাইনি। তখন তার রুমমেট ও বন্ধুদের বিষয়টি জানাই।'

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. রনি হোসাইন বলেন, 'যতদূর শুনেছি, আশকা প্রায়ই তার বন্ধুর সঙ্গে ঝগড়া করত। প্রাথমিকভাবে ধারণা করছি, বন্ধুর সঙ্গে ঝগড়ার জেরে সে আত্মহত্যা করতে পারে। আমরা তার রুম পরিদর্শনে যাব। সেখানে গেলে বিস্তারিত জানাতে পারব।'

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. অর্ণব বলেন, 'তাকে রাত সাড়ে নয়টায় হাসপাতালে নিয়ে আসা হয়। ইসিজি রিপোর্ট দেখে বুঝেছি, অন্তত আধাঘণ্টা পূর্বে তার মৃতু্য হয়েছিল।'

সাভার থানার দায়িত্বরত উপ-পরিদর্শক আল মামুন কবির বলেন, 'প্রাথমিকভাবে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে শনাক্ত করেছি। প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে সে আত্মহত্যা করতে পারে বলে জেনেছি। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে পরিবারকে মৃতদেহ বুঝিয়ে দেব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে