সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আজ থেকে দেশের উপকূলীয় অঞ্চলে হতে পারে বৃষ্টি

যাযাদি ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৩, ০০:০০

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজ রোববার থেকে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে। এরপর দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি ছড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চলতি মাসের মাঝামাঝি সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর সারা দেশ প্রায় বৃষ্টিহীন। একটু একটু করে কমছে রাতের তাপমাত্রা। শীতের আমেজ প্রকৃতিতে। এরই মধ্যে শুক্রবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এর আগে অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই মাসে বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিল সীতাকুন্ড ও কক্সবাজারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে