সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

যশোর অংশের রেললাইন নির্মাণ কাজের ৮৪ ভাগ সম্পন্ন হয়েছে -রেলমন্ত্রী

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০

ভাঙ্গা থেকে যশোর অংশের রেললাইন নির্মাণ কাজের ৮৪ ভাগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে উলেস্নখ করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেললাইন নির্মাণ কাজের অগ্রগতি দেখে আমরা সন্তুষ্ট। আমি রেলে চড়ে এখানে (নড়াইলে) এসেছি।

শুক্রবার দুপুরে চায়না ঠিকাদারি কোম্পানির (সিআরএসই) একটি ইঞ্জিনে চড়ে ভাঙ্গা-যশোর রেল সড়কের লাইন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে নড়াইল জেলার লোহাগড়ার

নারানদিয়া স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রেলমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু দিন আগে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্তু রেল চলাচল উদ্বোধন করেছেন। এ পথে বর্তমানে বাণিজ্যিকভাবে রেল চলাচল করছে।'

তিনি বলেন, 'ভাঙ্গা থেকে যশোর অংশের রেললাইন নির্মাণ আগামী জুনে আগেই শেষ হবে বলে আশা করছি।'

এ সময় রেলমন্ত্রীর সঙ্গী ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল হাসান, ভাঙ্গা-যশোর রেল সংযোগ প্রকল্পের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শামসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে