সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ের টোল পস্নাজায় বাসে আগুন, আহত ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০
আপডেট  : ২৫ নভেম্বর ২০২৩, ১১:০৬

দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ের ধলেশ্বরী টোল পস্নাজায় যাত্রী বোঝাই বাসে আগুন লেগে তিন যাত্রী দগ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টোল পস্নাজায় এ আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রম্নটি থেকে বাসটিতে আগুন লেগেছে। খবর পেয়ে সিরাজদিখান ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। হাসান ফারুকসহ একাধিক যাত্রী জানান, ইসলাম পরিবহণের একটি বাস ঢাকা থেকে যাত্রী বোঝাই করে কুয়াকাটার উদ্দেশে রওনা দেয়। পথে দক্ষিণ কেরানীগঞ্জের কুচিয়ামোড়া ধলেশ্বরী সেতুর টোল পস্নাজার ৭ নম্বর লেনে থাকা অবস্থায় আকস্মিক আগুন ধরে যায়। মুহূর্তেই বাসটি কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হুড়োহুড়ি করে যাত্রীরা বাস থেকে নেমে যান। সড়ক ও জনপদ অধিদপ্তরের (ঢাকা) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান জানান, যান্ত্রিক ত্রম্নটির কারণে যাত্রী বোঝাই বাসে আগুন লাগে। আগুনে তিন যাত্রী দগ্ধ হন। অগ্নিদগ্ধ একজনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি দু'জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে অগ্নিদগ্ধ কারও পরিচয় জানা যায়নি। সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ কাজল মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় আধঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ জামান বলেন, বাসের কোনো যান্ত্রিক ত্রম্নটি নাকি নাশকতা সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে